স্ট্রেচার নেই, স্কুটি করে Covid-রোগীকে নিয়ে ছুটে গেল হাসপাতালের করিডোর দিয়ে
রোগীকে মাঝে বসিয়ে একজন চালক ও পিছনে আর একজন বসে সোজা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তারা।
নিজস্ব প্রতিবেদন: দৃশ্যটা অনেকটা থ্রি ইডিয়েটস ছবির মত। রোগীকে মাঝে বসিয়ে স্কুটি করে হাসপাতালের ভিতরে ঢুকতে দেখেছিলাম সিনেমায়। তখন অট্টহাসির মেলায় সিনেমা হল গমগম করলেও আজ এই দৃশ্য দেখে স্তব্ধ ভারতবর্ষ। এ দৃশ্যের প্রেক্ষাপটটা একটু আলাদা। করোনায় নাজেহাল গোটা দেশ। বেডের খোঁজে, অক্সিজেনের খোঁজে, যথাযথ ওষুধের খোঁজে হন্যে, হয়ে ঘুরছে পরিবার-পরিজন। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা হুবহু ওই সিনেমার মতো। স্কুটি সজোরে ছুটে চলেছে হাসপাতালে করিডোর ধরে। সবাই দেওয়ালের ধার চেপে দাঁড়াচ্ছেন। স্কুটি হর্ন দিতে দিতে এগিয়ে চলেছে। কারণ রোগীকে বাঁচাতে হবে।
হাসপাতালে স্ট্রেচার নেই। অচৈতন্য মুমূর্ষ রোগীকে কী করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তরিত করা হবে? সেই প্রশ্নের উত্তরেই মাথায় খেলে গেল সেই সিনেমা দৃশ্যের কথা। রোগীকে মাঝে বসিয়ে একজন চালক ও পিছনে আর একজন বসে সোজা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তারা।
আরও পড়ুন: একধাক্কায় অনেকটা কমল কোভিড আক্রান্তের সংখ্যা, তবে মৃত ২,৭৭১
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু মেদিনীরাই মেডিকেল কলেজে। জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশ এসেছে।