কাশ্মীরের পাশে বাংলাও, পানীয় জল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী
কাশ্মীরে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। বন্যার্ত এলাকায়া জলের পাউচ পাঠাচ্ছে রাজ্য। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফেসবুকে তিনি লিখেছেন, ""ভয়াবহ বন্যার কারণে কাশ্মীরের বহু ভাইবোন অত্যন্ত দুরবস্থায় রয়েছেন।''
![কাশ্মীরের পাশে বাংলাও, পানীয় জল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী কাশ্মীরের পাশে বাংলাও, পানীয় জল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/14/29162-j-k-mamata.jpg)
শ্রীনগর: কাশ্মীরে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। বন্যার্ত এলাকায়া জলের পাউচ পাঠাচ্ছে রাজ্য। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফেসবুকে তিনি লিখেছেন, ""ভয়াবহ বন্যার কারণে কাশ্মীরের বহু ভাইবোন অত্যন্ত দুরবস্থায় রয়েছেন।''
বিভিন্ন এলাকার বহু পর্যটক আটকে রয়েছেন কাশ্মীরে। আটকে রয়েছেন এরাজ্যেরও অনেক পর্যটক। সংকটের এই সময়ে আশা করি, সকলে সহযোগিতা করবেন। এই মুহুর্তের ত্রাণের জন্য বন্যার্ত এলাকায় পানীয় জলের পাউচ পাঠাচ্ছি আমরা। আমরা বন্যার্ত মানুষের পাশেই আছি। আশা করি খুব তাড়াতাড়ি বন্যার জল নেমে যাবে। মানুষও স্বাভাবিক জীবনে ফিরবেন।
উত্তর কশ্মীরের বাড়তে থাকা জলস্তর চিন্তার ভাঁজ ফেলেছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কপালে। তিনি মনে আশা করছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মধ্য কাশ্মীরে জল অনেকটা নামলেও উত্তর কাশ্মীরে জলস্তর বিপদসীমার নিচে নামার অপেক্ষায় রয়েছে প্রশাসন।