দেশ যখন অন্ধকারে ডুবে, তখন প্রধানমন্ত্রী বিদেশে ঢাক পেটাচ্ছেন, মোদীর সমালোচনায় রাহুল

Updated By: Sep 5, 2014, 09:16 AM IST
দেশ যখন অন্ধকারে ডুবে, তখন প্রধানমন্ত্রী বিদেশে ঢাক পেটাচ্ছেন, মোদীর সমালোচনায় রাহুল

জিনিসপত্রের দাম যখন আকাশছোঁয়া, বিদ্যুতের সমস্যায় যখন জেরবার মানুষ, তখন জাপানে ঢাক পেটাচ্ছেন প্রধানমন্ত্রী। গতকাল এভাবেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। একশো দিন পেরিয়ে গিয়েছে মোদী সরকার। দুর্নীতি, জিনিসপত্রের দামের মোত ইস্যুকে সামনে রেখে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে এনডিএ। কতটা পূরণ হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি? আচ্ছে দিন কি দেখতে শুরু করেছেন দেশের মানুষ? কটাক্ষের সুরটা চড়া করলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

লোকসভা ভোটে ভরাডুবির পর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন কংগ্রেসের বহু নেতাই। তাহলে কি দলের ভিতরে বিদ্রোহ ক্রমশ জোরদার হচ্ছে? প্রশ্ন কৌশলে এড়ালেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার গিয়েছিলেন আমেঠিতে। লোকসভা ভোটের ফল বেরনোর পর এই প্রথম নিজের নির্বাচনী কেন্দ্রে। দলের শোচনীয় ফলাফলের পর স্থানীয় কিছু সমস্যা ছাড়া তেমন কিছুই শোনা গেল না কংগ্রেসের সহ সভাপতির গলায়।

 

.