আসল ভারতীয় কারা? প্রশ্ন তুলে ফের বিতর্কে কাটজু

আসল ভারতীয় কে? দেশের ১২৬ কোটি মানুষকে জিজ্ঞেস করলেই বলবে, 'আমি'। দেশের প্রতিটি নাগরিকই মনে করেন তিনিই একমাত্র ভারতীয়। আর হবে নাই বা কেনও? এটাই তো ট্রু স্পিরিট। কিন্তু, ভারতে এমনও একজন আছেন যিনি তা মনে করেন না। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্টে তিনি বলেছেন, ''আমি মনে করি কেরলায় বসবাসকারীরাই আসল ভারতীয়।''

Updated By: Aug 12, 2016, 03:23 PM IST
আসল ভারতীয় কারা? প্রশ্ন তুলে ফের বিতর্কে কাটজু

ওয়েব ডেস্ক : আসল ভারতীয় কে? দেশের ১২৬ কোটি মানুষকে জিজ্ঞেস করলেই বলবে, 'আমি'। দেশের প্রতিটি নাগরিকই মনে করেন তিনিই একমাত্র ভারতীয়। আর হবে নাই বা কেনও? এটাই তো ট্রু স্পিরিট। কিন্তু, ভারতে এমনও একজন আছেন যিনি তা মনে করেন না। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্টে তিনি বলেছেন, ''আমি মনে করি কেরলায় বসবাসকারীরাই আসল ভারতীয়।''

আরও পড়ুন- কেন্দ্রের ডাকে আজ কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্য নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। তিনি আরও বলেছেন, "কেরালার বাসিন্দারা একজোট হয়ে থাকতে ভালোবাসেন। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রতিটি কোনাতেই দেখা যায় কেরালার বাসিন্দাদের।" কেরালার বাসিন্দাদের ১০০ শতাংশ শিক্ষিত বলে দাবি করে কাটজু বলেছেন, তাদের দেখে আমাদের শেখা উচিত, উদ্বুদ্ধও হওয়া উচিত।

.