CVC-CBI Joint Meet: দুর্নীতিবাজ যতই ক্ষমতাশালী হোক, শাস্তি হবেই: Narendra Modi
পূর্বতন সরকারকে একহাত নিলেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: সেন্ট্রাল ভিজিল্য়ান্স কমিশন (CVC) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিকেশনের (CBI) কনফারেন্সে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সাফ জানালেন, দুর্নীতিবাজ যতই ক্ষমতাশালী হোন, বর্তমান সরকার তাঁদের ক্ষমা করবে না। শাস্তি হবেই।
বুধবার দিল্লি থেকে ভার্চুয়ালি ওই কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তিনি বলেন, "এখন দেশবাসীরা বিশ্বাস করেন যে লুঠবাজ যতই ক্ষমতাশালী হোন না কেন, তাঁদের ক্ষমা করা হবে না। সরকার তাঁদের ছাড়বে না।" তিনি আরও বলেন, "শেষ ৬-৭ বছরের চেষ্টায় আমরা মানুষের মধ্য়ে এই বিশ্বাস তৈরি করতে সমর্থ হয়েছি। এখন মানুষ ভাবতে পারেন যে মধ্যস্থতাকারী ছাড়াও কেউ সরকারি সুবিধা পেতে পারেন।"
Today the nation also believes that however strong be the people who deceive the nation and loot the people, no mercy is shown to them - wherever they may be. Government doesn't spare them: PM Narendra Modi at the joint conference of the CVC and CBI pic.twitter.com/gfjX5OkoKx
— ANI (@ANI) October 20, 2021
Due to efforts in last 6-7 yrs, we succeeded in creating confidence within the nation that it's possible to check the increasing corruption. Today the nation believes that it's possible to avail the benefits of govt schemes even without middlemen: PM Modi at CVC-CBI jt conference pic.twitter.com/RAiIT7eO2b
— ANI (@ANI) October 20, 2021
এখানেই শেষ নয়। এদিনের বক্তৃতায় পূর্বতন সরকার কংগ্রেস সরকারকেও একহাত নেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি দাবি করেন, আগের সরকার মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক উদ্যোগ কম ছিল। সেজন্যই দুর্নীতি দমনে ওই সরকার সমর্থ হয়নি।
The manner in which govts used to run earlier, in which the system functioned earlier, they lacked both political & administrative willpower. Today there's a political will to come down heavily on corruption; continuous improvement also being made to the administrative level: PM pic.twitter.com/PsfVDzUDbO
— ANI (@ANI) October 20, 2021