Karwa Chauth 2024: এ কেমন করওয়া চৌথ! স্বামীর মঙ্গলকামনায় উপোস রেখে স্ত্রী খাওয়ালেন শেষ নৈশভোজ...

Karwa Chauth 2024: করওয়া চৌথের রাতে উত্তরপ্রদেশ সাক্ষী থাকল ভয়ংকর ঘটনার, যা শুনে কেঁপে গেল গোটা দেশ...  

Updated By: Oct 21, 2024, 07:54 PM IST
Karwa Chauth 2024: এ কেমন করওয়া চৌথ! স্বামীর মঙ্গলকামনায় উপোস রেখে স্ত্রী খাওয়ালেন শেষ নৈশভোজ...
করওয়া চৌথের প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথির আলাদাই মাহাত্ম্য। মূলত উত্তর ভারতের বিবাহিত মহিলারা পালন করেন করওয়া চৌথ (Karwa Chauth 2024)। স্বামীর সৌভাগ্য অটুট রাখার সঙ্গেই তাঁদের দীর্ঘায়ু কামনায় সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপোস রাখেন। 

চালুনি দিয়ে চাঁদের ও স্বামীর মুখ দেখেই তাঁরা অন্নগ্রহণ করেন। তবে উত্তরপ্রদেশের কৌশাম্বী শহর সাক্ষী থাকল এক আতঙ্কের করওয়া চৌথের! স্বামীর মঙ্গলকামনায় উপোস রাখা স্ত্রী নিয়ে ফেললেন চরম পদক্ষেপ! যে দিনে স্বামীর দীর্ঘায়ু কামনা করা হয়, ঠিক সেই দিনেই স্বামীকে তিনি খাওয়ালেন শেষ নৈশভোজ!

আরও পড়ুন: মেলেনি ভিসা! অনলাইনে পাকিস্তানি তরুণীকে 'নিকাহ' বিজেপি নেতার ছেলে...

গত রবিবার রাতে ৩২ বছরের শৈলেশ কুমারের সঙ্গে চরম বিবাদে জড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সবিতা। উপোস ভাঙার আগেই সবিতা কিছুটা শান্ত হয়েছিলেন। তারপর চলে গিয়েছিলেন রাতের খাবার বানাতে। রান্নাঘরে সিমুই বানিয়ে তার মধ্য়ে মিশিয়ে দেন বিষ! আর বিষ মাখানো সিমুই তুলে দেন স্বামীর পাতে। আর এই সিমুই খাওয়ার পরেই ধীরে ধীরে শরীরের অবনতি হতে থাকে শৈলেশের। 

এরপর পরিবারের লোক তাঁকে দ্রুত শৈলেশকে হাসাপাতালে নিয়ে যান! চিকিত্‍সা চলাকালীনই শৈলেশ মৃত্য়ুর কোলে ঢোলে পড়েন। আর মৃত্য়ুর আগে একটি ভিডিয়োতে শৈলেশ জানিয়েছেন যে, স্ত্রীর বিষাক্ত সিমুই খেয়েই তাঁর এই অবস্থা হল। শৈলেশের ভাই সবিতার বিরুদ্ধে থানায় মামলা রজু করেন। 

এরপর পুলিস তদন্তে নেমে সবিতাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যে, এই বিষয়ে তদন্ত চালাচ্ছেন। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 

আরও পড়ুন: '১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চাপবেন না!', ভয়ংকর নাশকতার হুমকি খলিস্তানিদের...

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.