সোনার নাকছাবি, হ্যান্ড ব্লেন্ডার, Vaccine নিলেই মিলছে উপহার
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন
নিজস্ব প্রতিবেদন: দেশে টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁতে পারা যাচ্ছে না। সচেতনতার অভাবে ভ্যাকসিন (Vaccine) নিতেই আসছেন না অনেকে। কিন্তু ভ্যাকসিন নিলে সোনার গয়না মেলে, এমনটা কোথাও শুনেছেন?
আরও পড়ুন: প্রতি ১০ জনে ৬ জনই হারাবেন চাকরি, কেন জানেন?
টিকাকরণে (Vaccination) মানুষকে উৎসাহ প্রদানে মহিলাদের সোনার নাকছাবি ও পুরুষদের হ্যান্ড ব্লেন্ডার দিচ্ছেন গুজরাটের স্বর্ণকার (Goldsmith) সম্প্রদায়। গুজরাটের রাজকোটে (Rajkot) এক টিকাকরণ শিবিরে এই উদ্যোগ নেওয়া হয়। যারাই ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের প্রত্যেককেই কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে।
#COVID19 | In a bid to encourage people to take vaccine, the goldsmith community in Gujarat's Rajkot are offering a nose-pin made of gold to women & hand blender to men getting inoculated at their vaccination camp
(Visuals from yesterday) pic.twitter.com/2YImKMs8Nh— ANI (@ANI) April 4, 2021
আরও পড়ুন: মায়ানমারে মৃত্যু ৫৫০ পেরোল, এর মধ্যে শিশুই ৪৬
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Secomnd Wave) কাঁপছে দেশ। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে করে দৈনিক আক্রান্ত আবারও লক্ষাধিক পেরোবে বলে আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় 'রেকর্ড' বৃদ্ধি হচ্ছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। এছাড়াও ল্লি, পাঞ্জাব, হরিয়ানা,কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশর মতো রাজ্যগুলিতেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।