গত একদিনে দেশে Covid আক্রান্ত লাখ ছুঁইছুঁই, জরুরি বৈঠকে বসলেন Modi

গত একদিনে যতজন করোনা আক্রান্ত হয়েছেন তাদের ৮০ শতাংশই দেশের ৮ রাজ্যের

Updated By: Apr 4, 2021, 03:57 PM IST
গত একদিনে দেশে Covid আক্রান্ত লাখ ছুঁইছুঁই, জরুরি বৈঠকে বসলেন Modi

নিজস্ব প্রতিবেদন: দেশে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ৮ রাজ্যে তা ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে।

গত একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩,২৪৯। গত ১৯ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৯৩,৩৩৭। তার পর থেকে আক্রান্তের সংখ্যা এতটা বাড়েনি। এরকম এক অবস্থায় দেশে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।

আরও পড়ুন-গাড়ি ও বাড়ির জন্য দেড় কোটিরও বেশি টাকার ঋণের বোঝা Raj-র মাথায়

কেন্দ্র সরকার সূত্রে খবর, ওই বৈঠকে ছিলেন মন্ত্রিসভার অধিকাংশ সচিব, প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব, স্বাস্থ্য সচিব ও নীতি আয়োগের সদস্য বিনোদ পল। দেশে যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে সংক্রমণ কীভাবে রোখা যায়, গত বছরের মতো ফের কোনও কড়া পদক্ষেপ নিতে হয় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন(Covid Vaccine) দেওয়ার গতি বাড়ানো যায় কিনা তা নিয়েও কথা হয়েছে।

আরও পড়ুন-BJPর ভয়ে ন্যাকা কান্না নয়, পাড়ার ঝগড়ুটে মহিলাদের বুথ এজেন্ট করা হবে: মমতা

উল্লেখ্য, গত একদিনে যতজন করোনা আক্রান্ত হয়েছেন তাদের ৮০ শতাংশই দেশের ৮ রাজ্যের। এর মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তীসগড়, কেরল ও পঞ্জাবেই রযেছেন ৭৮.৪১ শতাংশ। এছাড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ১২টি অঞ্চলে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ফলে আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে।

.