গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১২২ জনের, মোট আক্রান্তের সংখ্যা পার হল ৭৪,২০০
May 13, 2020, 13:14 PM IST
1/5
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ভারতের ১২২ জন। এই নিয়ে ভারতে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২,৪১৫। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৪,২০০।
2/5
দেশে করোনাভাইরাসের এপিসেন্টার মহারাষ্ট্রকে বলা যেতে পারে। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৪,৪২৭ জন।
photos
TRENDING NOW
3/5
তবে, আশঙ্কার মধ্যেও আশার আলো সুস্থতার হারের বৃদ্ধি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে করোনা রোগীদের সুস্থতার হার ৩২.৮২ শতাংশ। গত মাসের তুলনায় যা প্রায় দ্বিগুণ।
4/5
তবে লকডাইনের ফলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অনেকটাই কমানো গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঠিক সময়ে সাবধানতা অবলম্বন না করতে এতদিনে সংখ্যাটা যে কয়েক গুণ বেশি হতে পারত, তা বলাই বাহুল্য।
5/5
লকডাউনের চতুর্থ ধাপের দিকে এগনোর কথা মঙ্গলবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, "বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাস আমাদের সঙ্গেই থাকবে বেশ কিছুদিন। কিন্তু করোনা যেন আমাদের জীবন নিয়ন্ত্রণ না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।"