ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরে ৫ যোদ্ধা, কারোর ODI গড় ৬০+, তো কেউ ১৩০০ উইকেটেশিকারি!

Feb 17, 2025, 16:19 PM IST
1/8

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে পিসিবি।  

2/8

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।

3/8

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরে ৫ যোদ্ধা

5 Cricketers To Watch Out In The Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরে থাকবেন ৫ দেশের ৫ যোদ্ধা। সম্প্রতি যাঁরা রয়েছেন আগুনে ফর্মে। প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন যাঁরা করবেন কামাল।

4/8

শুভমন গিল

Shubman Gill (India)

ভারতের ব্যাটিং সেনসেশন শুভমন গিল সম্প্রতি ওডিআই-তে দুর্দান্ত পারফর্ম করছেন। রোহিত শর্মার ডেপুটি সম্প্রতি দ্রুততম ২৫০০ ওডিআই রান পূর্ণ করেছেন। বর্তমানে গিলের ওডিআই গড় ৬০-এরও বেশি, এই সংস্করণে কমপক্ষে ১০০০ রান করা ব্যাটারদের ভিতর যা দ্বিতীয় সর্বাধিক। তাছাড়া, মেগা টুর্নামেন্টের আগে গিল ইংরেজদের বিরুদ্ধে তিন ওয়ডিআই ম্যাচে ছিলেন দারুণ ফর্মে। নাগপুরে ৮৭, কটকে ৬০ এবং আহমেদাবাদে ১১২ রান করেছিলেন তিনি।  

5/8

ট্র্যাভিস হেড

Travis Head (Australia)

নিঃসন্দেহে এখন সর্ব-ফরম্যাটের সেরা ব্যাটার ট্র্যাভিস হেড। বিধ্বংসী অজি ওপেনার তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেরা বোলারদের ঘুম ছুটিয়েছেন। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন। এশিয়ায় ওডিআইতে তাঁর গড় ৪১-এর বেশি। হেডকে নিয়ে আলাদা করতে ভাবতে হচ্ছে সকলকেই।  

6/8

রশিদ খান

 Rashid Khan (Afghanistan)

আফগানিস্তানের স্পিনার রশিদ খান এই মুহূর্তে সাদা বলে সেরা বোলারদেরই একজন। টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন বোলার ওডিআই-তেও প্রতিপক্ষের কাছে আতঙ্ক। ওডিআইতে ২০০ উইকেট থেকে আর দুই উইকেট দূরে রশিদ। ১১১ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ১৯৮ উইকেট, গড় ১৯.৮৭। ডানহাতি এই স্পিনার এশিয়ায় ৬৬ ম্যাচে ১৯.৫৩ গড়ে ১২৪ উইকেট শিকার করেছেন। তার ইকোনমি রেট ৪.০৯। তাছাড়া ব্যাট হাতেও রশিদ খেলার রঙ বদলে দিতে পারেন।    

7/8

শাহিন আফ্রিদি

Shaheen Afridi (Pakistan)

শাহিন আফ্রিদি প্রতিপক্ষকে হুমকি দিতে পারেন তাঁর উইকেট নেওয়ার দক্ষতায়। বাঁ-হাতি পেসার ২০২৪ সালে ছয় ম্যাচে ১৭.৬০ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সম্প্রতি ত্রিদেশীয় ওডিআই সিরিজ খেলেছে। আফ্রিদি তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন। সামগ্রিক ভাবে আফ্রিদি ৬২ ওডিআইতে ২৩.৬২ গড়ে ১২৫ উইকেট নিয়েছেন। তাঁর ভিতর ৩১ উইকেট ঘরের মাটিতে ২৪.৭০ গড়ে নিয়েছেন।  

8/8

ম্যাট হেনরি

 Matt Henry (New Zealand)

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি টুর্নামেন্টে সর্বাধিক উইকেটের দাবিদার হয়ে উঠতে পারেন। কেরিয়ারে রকেট গতিতে এগিয়েছেন। কিউয়ি পেস বিভাগের নেতৃত্বে থাকবেন তিনি। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়েছেন। সামগ্রিকভাবে, হেনরি ৮৭টি ওডিআই-তে ২৫.৩৩-এর গড়ে ১৫৫ উইকেট শিকার করেছেন।