Asteroid 2024 YR4: ভয়াবহ! 2024 YR4 অ্যাস্টেরয়েডের আঘাতে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে ভারত বাংলাদেশ পাকিস্তান? ভয়ে থরথর করে কাঁপছে এশিয়া...

Asteroid 2024 YR4: '২০২৪ ওয়াইআর৪' নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর এই বিপদ। আর এরই মধ্যে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের দুর্ভাগ্য নিয়েও সমানতালে চলছে আলোচনা! কেন, কী বিপদ এদের?

| Feb 17, 2025, 14:55 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর বিপদ। '২০২৪ ওয়াইআর৪' (2024 YR4)! একটি অ্যাস্টেরয়েড। সারা বিশ্বই এ নিয়ে শঙ্কিত। সকলেই সকলের মতো করে ভাবছে-- কী ভাবে এই বিপদের মুখোমুখি হওয়া যায়, তা থেকে বেরিয়ে আসা যায়। আর এরই মধ্যে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের মাথায় নাচছে বড় বিপদ! কী বিপদ?

1/6

২.৩ শতাংশ

বিজ্ঞানীরা আগে বলেছিলেন, এই ২০২৪ওয়াইআর৪-এর পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র ১ শতাংশ। পরে সেটা বেড়ে হয়েছে ২.৩ শতাংশ।

2/6

কত বড়?

সব চেয়ে বড় কথা এই গ্রহাণু ঠিক কতটা বড় মাপের, তার কোনও আন্দাজ পাননি বিজ্ঞানীরা। তবে তাঁরা অনুমান করছেন, এটি ২০০ মিটারের মতো হতে পারে।

3/6

সিটি কিলার

বিজ্ঞানীরা এটিকে 'সিটি কিলার' নাম দিয়েছেন। কেননা, এর ধ্বংসক্ষমতা প্রায় একটা শহরকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো।

4/6

ক্ষতিগ্রস্ত উপমহাদেশ

যদি, পারতপক্ষে এটি পৃথিবীর দিকেই আকৃষ্ট হয়, তবে এটি পৃথিবীর ঠিক কোথায় এসে পড়বে? এ নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা? তাঁরা বলছেন, এটি আছড়ে পড়লে উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে।

5/6

৫০০ পরমাণু বোমার শক্তি?

কতটা ক্ষতি? বিজ্ঞানীরা যা বলছেন, তা যদি সত্য হয়, তবে এটাই সম্ভবত হবে পৃথিবীর শেষদিন। কেননা, বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২৪ ওয়াইআর৪ ৫০০টি পরমাণু বোমার যা মোট শক্তি, তার চেয়েও বেশি ধ্বংসশক্তির ক্ষমতা ধরে! সেই হিসেবে এটি আর নিছক সিটি কিলার থাকবে না, হয়ে উঠবে হয়তো এক আস্ত কান্ট্রি কিলার!

6/6

ধ্বংস হবে ভারত?

নাসা-র ক্যাটালিনা স্কাই সার্ভে প্রজেক্টের প্রযুক্তিবিদ ডেভিড রনকিন আমাদের ভয় আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে বলেছেন, অ্যাস্টেরয়েডটি যদি একান্ত এসেই পড়ে, তবে এটি এসে আছড়ে পড়তে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়োলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশগুলির মাটিতেই! তাহলে, কী ঘটবে তখন?