শেষ দফার ভোটের প্রস্তুতি শেষ, কড়া নিরাপত্তার বলয়ে ৫৯টি কেন্দ্র
May 18, 2019, 21:58 PM IST
1/8
লোকসভা নির্বাচন শেষের পথে। আগামিকাল রবিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। ভোট হবে দেশের ৫৯টি কেন্দ্রে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র রয়েছে। শনিবার দিনভর চলল শেষদফার নির্বাচনের প্রস্তুতি।
2/8
রবিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ১০.০১ লক্ষ ভোটার। লড়াইয়ে রয়েছেন ৯১৮ জন প্রার্থী। শনিবার বিকেলেই ইভিএম, ভিভিপ্যাট নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা।
photos
TRENDING NOW
3/8
সপ্তম দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও চণ্ডীগড়ে নির্বাচন হবে। পঞ্জাবের ১৩টি আসনেই ভোট। উত্তরপ্রদেশে ১৩টি, বিহার ও মধ্যপ্রদেশে ৮টি, হিমাচল প্রদেশে চারটি, ঝাড়খণ্ডে তিনটি এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ হবে।
4/8
শেষ দফার ভোটের আগে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পঞ্জাব থেকে বাংলা সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ ও নাকা চেকিংয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে।
5/8
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে টহল দিচ্ছেন সিআরপিএফ জওয়ানরা।
6/8
সুন্দরবনে বুথের পথে ভোটকর্মীরা। এখানে তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে নৌকা, হ্যাম রেডিও, পাওয়ার জেনারেটিং যন্ত্র।