EXPLAINED | IPL 2025 Auction: বয়স মাত্র ১৩! নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারকে নিয়ে হইচই, কে এই ভারতের বিস্ময় বালক?
1/6
আইপিএল মেগা নিলামের দিনক্ষণ
2/6
নিলামের তালিকা
photos
TRENDING NOW
3/6
নিলামে ক্যাপড ও আনক্যাপড ভারতীয়র সংখ্য়া
4/6
নজরে নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার
5/6
কেন চর্চায় ১৩ বছরের এই ক্রিকেটার?
আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হবে সংযুক্ত আরব আমির শাহিতে। সেই দলে রয়েছে বৈভব। চেন্নাইয়ে চারদিনের খেলায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি করেছে বৈভব। বুঝিয়ে দিয়েছে যে, সে আগামীর তারকা। বাংলাদেশ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারত এ স্কোয়াডেও ছিল বৈভব। এখান থেকেই নির্বাচকরা আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল বেছে নেন।
6/6
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি অভিষেক
১২ বছর ২৮৪ দিনে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। এলিট গ্রুপ বি ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে পাটনায় খেলেছিল বৈভব। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ইতিহাস লিখেছে সে। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি খেলেও চমকে দিয়েছে বৈভব। বিহারের হয়ে রঞ্জি ছাড়াও কোচবিহার ট্রফি, ভিনু মাকঁড় ট্রফিতেও খেলেছে বৈভব। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, যুব টেস্টে চেন্নাইয়ে অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে শতরান (৬২ বলে ১০৪) করে সে। মনে করা হচ্ছে বৈভবের আইপিএল টিম পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
photos