EXPLAINED | Mohammed Siraj-Mahira Sharma: প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিরাজ? লাস্যময়ী ছিটকে দিয়েছেন উইকেট! মুখ খুললেন মেয়ের মা...

Is Cricketer Mohammad Siraj really dating Actor Mahira Sharma: বাতাসে সিরাজ-মাহিরার প্রেমের গুঞ্জন! আর এর মাঝেই চলে এল...

Feb 02, 2025, 20:31 PM IST
1/5

মহম্মদ সিরাজ

Mohammed Siraj

বিগত ৪৩টি ওডিআই-তে ৭১ উইকেট! ২০২২ সালের পর থেকে একজন ভারতীয় পেসার হিসেবে যা সর্বাধিক, তবুও মহম্মদ সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচকদের প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন। পুরনো বলে সিরাজ সক্রিয় নন বলেও তোপ দেগেছেন অধিনায়ক রোহিত শর্মা। আপাতত সিরাজ ঘরোয়া ক্রিকেট খেলছেন।   

2/5

মহম্মদ সিরাজ-মাহিরা শর্মা

Mohammed Siraj-Mahira Sharma

সিরাজের সাদা বলের ক্রিকেট থেকে বাদ পড়ার পাশাপাশি চর্চা চলছে তাঁর প্রেমজীবন নিয়ে! এই মুহূর্তে গুঞ্জন সিরাজ নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন। 'বিগ বস ১৩' খ্যাত, লাস্যময়ী অভিনেত্রী মাহিরা শর্মাই নাকি সিরাজের উইকেট ছিটকে দিয়েছেন বলে খবর।  

3/5

মাহিরা শর্মা-পরস ছাবড়া

Mahira Sharma-Paras Chhabra

'বিগ বস ১৩' করতে গিয়ে মাহিরার আলাপ হয়েছিল পরস ছাবড়ার সঙ্গে। তারপর এক-অপরের প্রেমে পড়েন। তাঁরা চুটিয়ে প্রেমও করেছিলেন। কিন্তু ২০২৩ সালে মাহিরা-পরসের পথ আলাদা হয়ে যায়। মাহিরা এখন সিঙ্গল। ফলে তাঁর সঙ্গে সিরাজের নাম জুড়ছে...  

4/5

মহম্মদ সিরাজ-মাহিরা শর্মার ডেটিং গুজব!

Mohammed Siraj-Mahira Sharma Dating Rumours

সিরাজের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় একটি ঘটনাকে কেন্দ্র করেই। সিরাজ ইনস্টাগ্রামে মাহিরার ছবিতে লাইক করার পরেই সকলে দুয়ে দুয়ে চার করা শুরু করেছেন। যদিও ক্রিকেটার বা অভিনেত্রী কেউই এই নিয়ে কথা বলেননি কোনও  

5/5

মহম্মদ সিরাজ-মাহিরার ডেটিং নিয়ে এল বড় আপডেট

Mahira Sharma Dating Mohammed Siraj

সম্প্রতি মাহিরার মা সানিয়া শর্মা এই নিয়ে মুখ খুলেছেন। এক নিউজ পোর্টালে তিনি বলেন, 'এখন যেহেতু আমার মেয়ে একজন সেলিব্রিটি, ফলে মানুষ তাঁর নামের সঙ্গে যে কারোর নামই জুড়ে দেবে, তাহলে আমাদের কি তাঁদের কথা বিশ্বাস করা উচিত? যা রিপোর্ট বেরিয়েছে আমার মেয়েকে জড়িয়ে তা সম্পূর্ণ মিথ্যা।'