T20 World Cup 2025 Final: রামধনু দেশের উপর স্টিমরোলার চালিয়ে ব্যাক-টু-ব্যাক বিশ্বচ্যাম্পিয়ন ভারত

India Thrash South Africa To Clinch Historic U19 T20 World Cup Title: দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে বিশ্বকাপ জিতল ভারত  

Feb 02, 2025, 16:20 PM IST
1/5

অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপ ফাইনাল

U19 Women's T20 World Cup 2025 Final

দু'বছর আগে তিতাস সাধুরা যা করেছিলেন, তা করে দেখালেন বৈষ্ণবী শর্মারাও। দক্ষিণ আফ্রিকার উপর স্টিমরোলার চালিয়ে ব্যাক-টু-ব্যাক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কুয়ালা লামপুরে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপের ট্রফি জিতল টিম ইন্ডিয়া।  

2/5

অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপ ফাইনাল

U19 Women's T20 World Cup 2025 Final

রবিবার ফাইনালে ভারত ৫২ বল হাতে রেখে ৯ উইকেটে হারাল প্রোটিয়াদের। বিশ্বকাপে একটি ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন হল ভারত। ফের নজর কাড়লেন গোঙ্গাদী তৃষা, পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা, আয়ুষী শুক্লারা...

3/5

দক্ষিণ আফ্রিকার ইনিংস

South Africa Women Under-19s Innings

এদিন কুয়ালা লামপুরের বায়ুয়েমাস ওভালে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৮২ রান (সর্বাধিক মিয়েক ফান ভুর্স্ট-২৩) তুলেছিল। গোঙ্গাদী তৃষা একই তুলে নেন তিন উইকেট। পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা, আয়ুষী শুক্লার স্পিন ক্রয়ী নেন দুই উইকেট করে। এক উইকেট নিয়েছেন শবনম শাকিল।   

4/5

ভারতের ইনিংস

India Women Under-19s

এই রান তাড়া করতে নেমে ভারত হেসেখেলে ফাইনাল জিতে নেয় হাতে ৯ উইকেট রেখে। জি কমলিনী ও গোঙ্গাদী তৃষা ওপেন করতে নেমেছিলেন। কমলিনী ১৩ বল খেলে ৮ রানে আউট হয়ে যান। তবে বাকিটা বুঝে নেন গোঙ্গাদী (৩৩ বলে ৪৪) ও সনিকা চলকে (২২ বলে ২৬)। তাদের অপরাজিত পার্টনারশিপে ভারত ১১.২ ওভারের ভিতরেই খেলা খতম করে দেয়।  

5/5

গোঙ্গাদী তৃষা

Gongadi Trisha

ফাইনালের ও সিরিজের সেরা হয়েছেন গোঙ্গাদী। বিশ্বকাপের শুরু থেকেই তিনি ছিলেন দুরন্ত ফর্মে। ব্যাট হাতে মাতিয়ে করেছেন ৩০৯ রান। হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। দেখতে গেলে একেবারে মধুরেণ সমাপয়েত্‍ করলেন তিনি।