Srijit Mukherji | Killbill Society: সৃজিতের বড় ঘোষণা! আসছে ‘কিলবিল সোসাইটি, ১৩ বছর পর ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল...

Srijit Mukherji | Killbill Society: ছবিটির গানগুলো তো আজও দারুণ ভাবে জনপ্রিয়, সে এখন অনেক রাত বলুন বা ফিরিয়ে দেওয়ার গান। আমার মতে তোর মতো গানটিই বা কম যায় কীসে?

Feb 02, 2025, 15:59 PM IST
1/5

বসন্ত পঞ্চমীতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসন্ত পঞ্চমীতে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করলেন তাঁর নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি'। ‘হেমলক সোসাইটি’র ১৩ বছর পর ফের আসছে ‘আনন্দ কর’।  

2/5

পরমব্রত চট্টোপাধ‌্যায়

‘আনন্দ কর’-এর ভূমিকায় এবারও রয়েছেন পরমব্রত চট্টোপাধ‌্যায়। পাশাপাশি ২০১২ সালে মুক্তি পাওয়া ‘হেমলক সোসাইটি’তে ছিলেন কোয়েল মল্লিক।

3/5

নামজাদা

এবার ‘কিলবিল সোসাইটি' যেটি  সিক্যুয়েল ‘হেমলক সোসাইটি’র। সেখানেও রয়েছে নামজাদা তারকাদের ভিড়। 

4/5

গুরুত্বপূর্ণ

জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা। 

5/5

নেটপাড়া

রবিবার নেটপাড়ায় সিনেমার পোস্টার লঞ্চ করলেন   সৃজিত মুখোপাধ্যায়।