Badrinath Temple Opening: এবছর কবে খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা, কবে শুরু চারধাম যাত্রা? জানা গেল দিনক্ষণ
Feb 02, 2025, 21:03 PM IST
1/5
বদ্রীনাথের দরজা খুলবে কবে?
শীতে প্রবল ঠান্ডায় তাপমাত্রা চলে যায় মাইনাসের নীচে। বরফে ঢেকে যায় চারপাশ। ফলে বন্ধ করে দেওয়া হয় পবিত্র চারধামের দরজা। চারধামের মধ্য়ে কেদারনাথ-বদ্রীনাথের গুরুত্ব অপরিসীম। গোটা দেশ থেকেই মানুষ ছুটে আসেন এখানে। সেই বদ্রীনাথের দরজা খুলবে কবে?