Badrinath Temple Opening: এবছর কবে খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা, কবে শুরু চারধাম যাত্রা? জানা গেল দিনক্ষণ

Feb 02, 2025, 21:03 PM IST
1/5

বদ্রীনাথের দরজা খুলবে কবে?

বদ্রীনাথের দরজা খুলবে কবে?

শীতে প্রবল ঠান্ডায় তাপমাত্রা চলে যায় মাইনাসের নীচে। বরফে ঢেকে যায় চারপাশ। ফলে বন্ধ করে দেওয়া হয় পবিত্র চারধামের দরজা। চারধামের মধ্য়ে কেদারনাথ-বদ্রীনাথের গুরুত্ব অপরিসীম। গোটা দেশ থেকেই মানুষ ছুটে আসেন এখানে। সেই বদ্রীনাথের দরজা খুলবে কবে?

2/5

বদ্রীনাথের দরজা খোলার তারিখ

বদ্রীনাথের দরজা খোলার তারিখ

তেহরি রাজ দরবার নরেন্দ্রনগরে শ্রী গণেশের পুজো দিয়ে বদ্রীনাথের দরজা খোলার তারিখ ঘোষণা করা হল।  

3/5

বদ্রীনাথ মন্দির

বদ্রীনাথ মন্দির

জানা যাচ্ছে ৪ মে সকাল ৬টায় পুজো ও দর্শনের জন্য বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের সামনে ।  

4/5

তৈল কলস যাত্রা

তৈল কলস যাত্রা

আগামী ২২ এপ্রিল রাজ দরবার থেকে শুরু হবে গড্ডু ঘড়া তৈল কলস যাত্রা। একইসঙ্গে শুরু হয়ে চারধাম যাত্রা।  

5/5

গাড়ু ঘড়া যাত্রা

গাড়ু ঘড়া যাত্রা

২২শে এপ্রিল বদ্রীবিশালের মহাভিষেকের জন্য রাজ দরবারে স্থানীয় বিবাহিত মহিলারা মহারানী মালা রাজ্যলক্ষ্মী শাহের নেতৃত্বে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তিল তেল প্রস্তুত করবেন। এরপর, দিম্মর পঞ্চায়েতের লোকজন ঐ পবিত্র তেল নিয়ে গাড়ু ঘড়া যাত্রার জন্য রওনা হবেন।