Dog Bite Cases: ভারতের সারমেয় কাঁটা! প্রতি ঘণ্টায় ৬ বাচ্চা খাচ্ছে কামড়...

Dog bite victims: ২০২৪-এ গোটা দেশে প্রায় ২২ লক্ষ কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে। বেশি শিকার ১৫ বছরের কম বয়সী শিশু। 

Feb 05, 2025, 17:30 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তার কুকুর, যাদের আমরা স্ট্রিট ডগ বলে থাকি। অনেকের কাছেই এরা খুবই প্রিয়। আবার অনেকের কাছেই এরা হয়ে ওঠে ভয়ংকর। 

2/6

জানা গিয়েছে, ২০২৪-এ গোটা দেশে প্রায় ২২ লক্ষ কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় মত্‍স্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী রাজীব রঞ্জন সিং এই তথ্য জানিয়েছেন।

3/6

তিনি জানিয়েছেন, ২০২৪ সালে ২১,৯৫,১২২টি কুকুরের কামড়ের ঘটনা এবং ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

4/6

এছাড়াও, গত বছর ৫,০৪,৭২৮টি ঘটনা এবং বানরের কামড় সহ অন্যান্য প্রাণীর ১১টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

5/6

তিনি আরও জানিয়েছেন যে, কুকুরের কামড়ের ঘটনার মধ্যে ৫ লক্ষেরও বেশি শিকার ছিল ১৫ বছরের কম বয়সী শিশু। তিনি বলেন, 'ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম পোর্টালে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা রিপোর্ট করা তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বর মাসে সারা দেশে ১৫ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে জড়িত ৫,১৯,৭০৪টি কুকুরের কামড়ের ঘটনা রিপোর্ট করা হয়েছে।'

6/6

রাস্তার কুকুরদের সমস্যা সংশ্লিষ্ট রাজ্য সরকারের আওতাধীন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সংস্থাগুলিকে এই ঘটনাগুলি মোকাবেলা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ধরনের ঘটনা মোকাবেলায় কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগগুলির গৃহীত পদক্ষেপের তালিকা তৈরি করেছেন।