Indian Bald Bride: টাক মাথাতেই টিকলি পরে বিয়ের মণ্ডপে! ভাইরাল 'সাহসী' ভারতীয় কনে...

Feb 05, 2025, 14:50 PM IST
1/6

বাল্ড, বোল্ড অ্যান্ড বিউটিফুল...

Indian Bald Bride

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাক মাথাতেই বিয়ের মণ্ডপে নববধূ! নিজের অ্যালোপেশিয়াকে ঢাকতে মাথায় কোনও উইগ বা পটচুলা নয়! বরং টাক মাথাতেই টিকলি পরে ওড়না টেনে বিয়ের মণ্ডপে বিয়ে করতে এলেন কনে!

2/6

বাল্ড, বোল্ড অ্যান্ড বিউটিফুল...

Indian Bald Bride

চিরাচরিত প্রথা ভেঙে সৌন্দর্যের নতুন সংজ্ঞা লিখলেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর নীহার সচদেব। তাঁর অ্যালোপেশিয়া আছে। ৬ বছর বয়স থেকে অ্যালোপেশিয়ায় আক্রান্ত নীহার। 

3/6

বাল্ড, বোল্ড অ্যান্ড বিউটিফুল...

Indian Bald Bride

এই রোগে মাথার চুল উঠে টাক পড়ে যায়। নীহারেরও তাই হয়েছে। তাঁর মাথার সব চুল উঠে টাক পড়ে গিয়েছে। 

4/6

বাল্ড, বোল্ড অ্যান্ড বিউটিফুল...

Indian Bald Bride

একসময় এই চুল উঠে যাওয়া, টাক পড়ে যাওয়ার জন্য তাঁকে অনেক হেনস্থার মুখেও পড়তে হয়েছে। কিন্তু তাতে দমে না গিয়ে 'তুমি যেমন, তুমি তাতেই সুন্দর', নিজেকে গ্রহণের নতুন বার্তা দিলেন নীহার। 

5/6

বাল্ড, বোল্ড অ্যান্ড বিউটিফুল...

Indian Bald Bride

লাল লেহেঙ্গা ও গা ভর্তি গয়না পরে টাক মাথাতেই বিয়ে করতে এলেন নীহার। আর সেই টাক মাথাতেই পরলেন 'মাঙ্গটিকা' বা টিকলি।

6/6

বাল্ড, বোল্ড অ্যান্ড বিউটিফুল...

Indian Bald Bride

কনের সাজে অপরূপ লাগছিল নীহারকে। মুগ্ধ হয়ে দেখছিলেন বরের সাজে অপেক্ষায় থাকা তাঁর দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক।