Indian immigrants| Donald Trump| Military Plane: সস্তার এয়ারলাইনস ছেড়ে দামী C-17 সামরিক বিমানেই কেন ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প? কারণ...
Indian immigrants sent back from US: সরকারে এলে মার্কিন মুলুকে নথি ছাড়া বসবাসকারী অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই সেকাজ শুরু করে দিয়েছেন তিনি।
1/6
C-17 এ অভিবাসীদের ভারতে ফেরত!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন মুলুক থেকে ভারতীয়দের তাড়ানো শুরু হয়েছে! সেদেশে বসবাসের জন্য যাদের বৈধ নথি নেই, তাদেরই 'ঘাড় ধরে' দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার সকালেই ২০৫ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে টেক্সাসের সান অ্যানটোনিও থেকে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান C-17।
2/6
C-17 এ অভিবাসীদের ভারতে ফেরত!
এখন প্রশ্ন উঠছে, সেদেশের মাটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক বিমান কেন ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন? কারণ এই C-17 যথেষ্ট দামী। আর সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো অস্বাভাবিকও বটে! সচরাচর মার্কিন মুলুকে এমনটা দেখা যায়নি। উল্লেখ্য, কলম্বিয়ার রাষ্ট্রপতি বলেও দিয়েছিলেন যে, অসামরিক বিমানে করেই তিনি তাঁর দেশের নাগরিকদের পাঠাতে হবে।
photos
TRENDING NOW
3/6
C-17 এ অভিবাসীদের ভারতে ফেরত!
4/6
C-17 এ অভিবাসীদের ভারতে ফেরত!
5/6
C-17 এ অভিবাসীদের ভারতে ফেরত!
এর আগে বিশালকার বাণিজ্যিক চার্টার প্লেনে অভিবাসীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা। যে চার্টার প্লেনগুলি অন্য আর ৫টা অসামরিক বিমানের মত-ই দেখতে। কিন্তু দেখা গিয়েছে যে চার্টান প্লেনে করে অভিবাসীদের ফেরত পাঠানো সেভাবে বিশ্ববাসীর নজর কাড়েনি। তাই নজর টানতেই অভিবাসীদের দেশে দেশে ফেরত পাঠাতে বিশালকার ও সামরিক C-17 বিমান ব্যবহারের সিদ্ধান্ত ট্রাম্পের।
6/6
C-17 এ অভিবাসীদের ভারতে ফেরত!
photos