বিশ্বের সবচেয়ে দামি ৭টি রঙিন মাছ

| May 13, 2019, 14:54 PM IST
1/7

ক্যান্ডি বাসলেট

ক্যান্ডি বাসলেট

এই মাছটি পাওয়া যায় ক্যারিবিয় উপকূলে। ভারতীয় মূদ্রায় এই প্রজাতির একটি মাছের দাম প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।

2/7

ক্ল্যারিয়ঁ অ্যাঞ্জেলফিস

ক্ল্যারিয়ঁ অ্যাঞ্জেলফিস

মেক্সিকোর সমুদ্র উপকূলে পাওয়া যায় এই বাহারি মাছটি। ভারতীয় মূদ্রায় এই প্রজাতির একটি মাছের দাম প্রায় ১০ লক্ষ ৫৫ হাজার টাকা।

3/7

নেপচুন গ্রুপার

নেপচুন গ্রুপার

হলুদ, গোলাপি, কমলা রং মিলে মিশে এই মাছকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রান্তীয় রেখা অঞ্চলে গভীর সমুদ্রে দেখা মেলে এই মাছের। ভারতীয় মূদ্রায় এই প্রজাতির একটি মাছের দাম প্রায় ৪ লক্ষ ২২ হাজার টাকা।

4/7

পেপারমিন্ট অ্যাঞ্জেলফিস

পেপারমিন্ট অ্যাঞ্জেলফিস

এটি একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। লাল-সাদা রঙের এই মাছটির দাম ভারতীয় মূদ্রায় প্রায় ২১ লক্ষ ১২ হাজার টাকা।

5/7

ফ্রেস ওয়াটার পোলকা ডট স্ট্রিংরে

ফ্রেস ওয়াটার পোলকা ডট স্ট্রিংরে

মিঠে জলের এই স্ট্রিংরে বা শঙ্কর মাছের দেখা মেলে তাইওয়ানের নদী-নালায়। মাছটি আয়তনেও বেশ বড়। এই মাছটির দাম ভারতীয় মূদ্রায় প্রায় ৭০ লক্ষ ৪২ হাজার টাকা।

6/7

ব্লেডফিন বাসলেট

ব্লেডফিন বাসলেট

ক্যারিবিয় উপকূলে সুন্দর ছোট্ট এই প্রজাতির মাছ ঝাঁকে ঝাঁকে দেখা যায়। ব্লেডফিন বাসলেট লম্বায় দেড় থেকে দু’ ইঞ্চির বেশি হয় না। এই মাছটির দাম ভারতীয় মূদ্রায় প্রায় ৭ লক্ষ ৪ হাজার টাকা।

7/7

প্ল্যাটিনাম আরওয়ানা

প্ল্যাটিনাম আরওয়ানা

এই মাছ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে সাদা, রুপোলি, হলুদ, সবুজ, লাল, কালো রঙের পাওয়া যায়। প্ল্যাটিনাম আরওয়ানা লম্বায় প্রায় ৩৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই মাছটির দাম ভারতীয় মূদ্রায় প্রায় ২ কোটি ৮২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।