Trigrahi Yog 2025: তিন গ্রহের সংযোগে রাজযোগ! রাতারাতি ব্যাঙ্ক ব্যালেন্স লাফিয়ে বাড়বে ৪ রাশির...

Horoscope: একই স্থানে একাধিক গ্রহের সংযোগে বিভিন্ন রাজযোগ তৈরি হয়। শীঘ্রই তেমনই শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই রাজ যোগে বিপুল অর্থের যোগ রয়েছে ৪ রাশির। 

Feb 07, 2025, 17:59 PM IST
1/7

ত্রিগ্রহী যোগ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রহের স্থান পরিবর্তন হতেই থাকে। আর এই স্থান পরিবর্তন বড়সড় প্রভাব ফেলে বিভিন্ন রাশির উপর।   

2/7

ত্রিগ্রহী যোগ

একই স্থানে একাধিক গ্রহের সংযোগে বিভিন্ন রাজযোগ তৈরি হয়। শীঘ্রই তেমনই শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। কবে থেকে শুরু হবে এই যোগ?   

3/7

ত্রিগ্রহী যোগ

আগামী ২৯ মার্চে একসঙ্গে মীন রাশিতে থাকবে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ। সূর্য, বুধ এবং শনির সংযোগে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। যার ফলে ৪ রাশি জাতক জাতিকার ভাগ্যের চাকা ঘুরবেই।    

4/7

বৃষ

কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে বৃষ রাশির। বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন৷ পুরনো কোনও বিনিয়োগ থেকে উপার্জন বাড়তে পারে। তবে টাকাপয়সার লেনদেন বুঝেশুনে করতে হবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।   

5/7

মিথুন

মার্চে ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে ভবিষ্যতে লাভ হবে এমন বড় বিনিয়োগ করতে পারেন। পৈতৃক সম্পত্তির মালিক হতে পারেন। অনেক দিনের আইনি ঝামেলা মিটে যাবে। সন্তানের থেকে সুসংবাদ আসতে পারে।  

6/7

ধনু

ত্রিগ্রহী যোগ ধনু রাশির জন্য শুভ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনে আরাম, বিলাসিতা বাড়বে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরনো ঋণ শোধ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।   

7/7

মীন

ত্রিগ্রহী যোগের সবচেয়ে বড় প্রভাব পড়বে মীন রাশির জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিনের ইচ্ছাপূরণ হতে পারে। অফিসে কাজের প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।