Messi Scores 11 Goals: গোওওওললল...১ ম্যাচেই ১১ বার তেকাঠিতে বল মেসির! অবিশ্বাস্য বললেও কম

Messi Scores 11 Goals:  ১২ গোলের মধ্যে ১১ গোলই করল মেসি! অভাবনীয় বললেও কম বলা হবে...

Feb 07, 2025, 16:58 PM IST
1/5

১ ম্যাচেই ১১ গোল মেসির!

Messi Scores 11 Goals

লিয়োনেল মেসি মানেই সবুজ ক্যানভাসে তুলি দিয়ে অসাধারণ গোলের শিল্পকলা, তাঁর এমন পারফরম্যান্সেই অভ্যস্ত ফুটবলবিশ্ব। তবে এবার তিনি নন, তাঁর ছেলে বড় ছেলে থিয়াগো খবরের শিরোনামে। কথায় বলে, বাপকা বেটা, সিপাহি কা ঘোড়া, মেসির ছেলেও কি মেসির পথেই!  

2/5

ইন্টার মায়ামি বনাম আটলান্টা ইউনাইটেড

Inter Miami CF vs Atlanta United

অনূর্ধ্ব-১৩ মেজর লিগ সকার টুর্নামেন্টে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল আটলান্টা ইউনাইটেডের। মায়ামি ১২-০ গোলের স্টিমরোলার চালিয়েছে আটলান্টার উপর। আর এই ম্যাচে  থিয়াগো একাই করেছে ১১ গোল! অপর গোলটি দিয়েগো লুনা জুনিয়রের। 

3/5

ইন্টার মায়ামি বনাম আটলান্টা ইউনাইটেড

Inter Miami CF vs Atlanta United

থিয়াগো খেলার ১২ মিনিটে গোলের মুখ খুলেছিলেন। এরপর ২৭, ৩০, ৩৫, ৪৪, ৫১, ৫৭, ৬৭, ৭৬, ৮৭ ও ৮৯ মিনিটে গোল করেছেন। দিয়েগো লুনা জুনিয়রের গোলটি এসেছে ৮১ মিনিটে।   

4/5

থিয়াগো মেসি

Thiago Messi

১২ বছরের মেসি ইন্টার মায়ামি অ্যাকাডেমির অংশ। বাবা ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরেই থিয়াগো সেই ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে খেলা শুরু করে দিয়েছে। বাবার মতোই ১০ নম্বর জার্সি তারও।   

5/5

থিয়াগো মেসি

Thiago Messi

থিয়াগো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। বার্সেলোনার যুব অ্যাকাডেমিতেও সে খেলেছে। নেটপাড়ায় থিয়াগো খেলার ক্লিপিংসও ভাইরাল হয়। কিংবদন্তি বাবা মনে করেন ছেলের ভিতর বড় ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে।