EXPLAINED | Team India New ODI Captain: শুভমন নন, ৩১ বছর বয়সী এই তারকা এবার ভারতের ওডিআই অধিনায়ক! গদি হারাবেন সূর্যও...
Team India New ODI Captain: রোহিত শর্মা কি ডেডলাইন পেয়ে গেলেন? চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত বেছে নেবে নতুন অধিনায়ক!
1/5
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু ভারতেক। ইতিমধ্যেই আইসিসি-র মেগা টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কই দ্বিতীয় আইসিসি ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিলকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটা ই স্বাভাবিক যে, মানুষ তাঁকে পরবর্তী ওডিআই অধিনায়ক হিসেবে দেখতে চলেছেন। কিন্তু না, কাহিনিতে রয়েছে মোড়!
2/5
রোহিতের বদলে হার্দিক!
ভারত যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ব্যর্থ হয়, তাহলে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া স্থলাভিষিক্ত হবেন রোহিতের। প্রধান কোচ গৌতম গম্ভীর চেয়েছিলেন হার্দিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি হন। তবে রোহিত এবং জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর সেই কথায় কর্ণপাত করেননি। তাঁরা শুভমনকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে অনড় ছিলেন। গত মরসুমেই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
photos
TRENDING NOW
3/5
সূর্যকুমারের গদিও কাড়তে পারেন হার্দিক!
ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে রোহিত দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটকে আলবিদা বলেছিলেন। আর তারপরেই বিসিসিআই সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক হিসাবে বেছে নেন। রিপোর্ট বলছে শুধু ওডিআই নয়, আগামী দিনে হার্দিক টি-২০ দলেরও অধিনায়ক হতে চলেছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক ছিলেন রোহিতের ডেপুটি। ২০২২ এবং ২০২৩ সালে রোহিতের অনুপস্থিতিতে অনেক টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। তবে, রোহিতের অবসরের পর সূর্যকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল!
4/5
হার্দিক নিয়ে কী ভাবেন গৌতম গম্ভীর!
5/5
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল
photos