Maha kumbh fire: ফের বিপর্যয় মহাকুম্ভে! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই যমুনা পুরম সেক্টর...

Mahakumbh fire: একের পর এক বিপর্যয় মহাকুম্ভে। ফের অগ্নিকাণ্ড প্রয়াগরাজের মহাকুম্ভে।   

Feb 07, 2025, 11:57 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মহাকুম্ভে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মেলা এলাকার শঙ্করাচার্য মার্গের ১৮ নম্বর সেক্টরের যমুনা পুরম সেক্টরে আগুন লেগেছে।

2/6

আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে।  

3/6

কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

4/6

এর আগে ১৯ জানুয়ারি বিধ্বংসী আগুন ধরেছিল, ব্লাস্ট হয়েছিল সিলিন্ডার। তারপরেই  ২৯ জানুয়ারি মঙ্গলবার বড়সড় পদপিষ্টের ঘটনা। সেখানে এখনও পর্যন্ত জানা গিয়েছে মৃত্যু হয়েছে ৩০ জনের। 

5/6

তার ঠিক একদিন পরেই ৩০ জানুয়ারি কুম্ভের প্রাঙ্গনে আগুন লাগে। কুম্ভমেলার সেক্টর ২২-এ এই আগুন লেগেছে। সেখানেই ১৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়।

6/6

কিছুদিন আগেই ৪ ফেব্রুয়ারি হট এয়ার বেলুন ফেটে জ্যান্ত পুড়ে মারা যায় ৬ পুণ্যার্থী। দুর্ভাগ্যের বিষয় হল মাটি থেকে কিছুটা উঠেই হিলিয়াম ভর্তি ওই হট এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেটে ছিলেন ৬ পুণ্যার্থী। তাঁরা টপাটপ মাটিতে পড়ে যান। তাদের অধিকাংশের দেহ মারাত্মকভাবে পুড়ে যায়। প্রশাসন সূত্রে খবর, আহতরা ইন্দোর, প্রয়াগরাজ, হরিদ্বার ও হৃষিকেশের বাসিন্দা।