Repo Rate: সস্তা হবে ঋণ! ৫ বছর পর একধাক্কায় অনেকটা রেপো রেট কমাল RBI, নতুন হার কত?

RBI cuts Repo Rate: এই রেপো রেট বিষয়টি কী? হোম লোন থেকে গাড়ি ঋণ, কিংবা এডুকেশন লোনের উপর কীভাবে প্রভাব ফেলবে এই রেপো রেট কমানোর সিদ্ধান্ত? জেনে নিন-

Feb 07, 2025, 11:47 AM IST
1/7

রেপো রেট

RBI cuts Repo Rate

RBI cuts Repo Rate: ৫ বছর পর  রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ধাক্কায় সস্তা হতে চলেছে লোন। সুদের টাকা থেকে EMI কম গুনতে হবে!  

2/7

রেপো রেট

RBI cuts Repo Rate

২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে RBI । ফলে ৬.৫০% থেকে কমে এখন রেপো রেটের হার দাঁড়াল ৬.২৫%। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা নয়া এই রেপো রেট ঘোষণা করেছেন।   

3/7

রেপো রেট

RBI cuts Repo Rate

৫ ফেব্রুয়ারি থেকে ৩ দিনের বৈঠকে বসে মুদ্রা নীতি কমিটি (MPC বা Monetary Policy Committee)।  সেই বৈঠকেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়।   

4/7

রেপো রেট

RBI cuts Repo Rate

শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৪ সালের ডিসেম্বরে সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি-ই ছিল প্রথম বৈঠক।  

5/7

রেপো রেট

RBI cuts Repo Rate

২০২৪-এর ডিসেম্বরে CRR বা Cash Reserve Ratio কমিয়ে ৪%  করা হলেও, রেপো রেট তখন অপরিবর্তিত ছিল। এখন রেপো রেট কমানোয় গৃহঋণ থেকে গাড়ির লোন, শিক্ষা ঋণ, পার্সোনাল লোন সবেতেই সুদের টাকা কম গুনতে হবে।   

6/7

রেপো রেট

RBI cuts Repo Rate

যেমন ৩০ লক্ষ টাকার ২০ বছরের জন্য হোম লোনে সুদের হার যদি ৯ শতাংশ থেকে থাকে, সেটা কমে ৮.৭৫ শতাংশ হবে। তবে RBI রেপো রেট কমানোর কথা ঘোষণার পরই  শেয়ার বাজারের পতন দেখা দিয়েছে।   

7/7

রেপো রেট

RBI cuts Repo Rate

প্রসঙ্গত, রেপো রেট হল যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক থেকে স্বল্পমেয়াদী প্রয়োজনে টাকা ধার নিয়ে থাকে সরকারি সিকিউরিটির বিপরীতে।