Sealdah Division: শিয়ালদহ স্টেশনে বেশ কিছু ট্রেন বাতিল, বদলে যাচ্ছে বেশ কিছু ট্রেনের রুটও! কোন কোন ট্রেন? কবে স্বাভাবিক হবে পরিষেবা?

Regulation of Trains for Bridge Work Over Sealdah Division: চলে এল রেলের জরুরি বিজ্ঞপ্তি। একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কারণে ট্রেন বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনে।

| Feb 06, 2025, 20:27 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলে এল রেলের জরুরি বিজ্ঞপ্তি। একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কারণে ট্রেন বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনে। কবে-কবে বন্ধ ট্রেন? কোন রুটে? কবে স্বাভাবিক হবে রেল পরিষেবা?

1/6

ফুটওভার ব্রিজ

বাসুলডাঙা স্টেশনে একটি ফুটওভার ব্রিজ গার্ডার নির্মাণের প্রয়োজনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে কয়েকদিন। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

বিজ্ঞপ্তি

এজন্য রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এর ফলে কী কী ঘটছে। (তথ্য: অয়ন ঘোষাল)

3/6

৯ ঘণ্টা ৪৫ মিনিট

আগামী ৮ ফেব্রুয়ারি (রাত ১০টা ১৫ মিনিট থেকে) ও ৯ ফেব্রুয়ারি (সকাল ৮টা) মিলে মোট ৯ ঘণ্টা ৪৫ মিনিট সময়কাল ধরে কিছু ট্রেন বন্ধ থাকবে বা রুট শর্ট করে দেওয়া হবে। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

৮ ফেব্রুয়ারি বাতিল

এর জেরে ক্যানসেল কোন কোন ট্রেন? ৮ ফেব্রুয়ারি বাতিল শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল (Sealdah–Diamond Harbour: DN-34860, 34856/UP-34857)। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

৯ ফেব্রুয়ারি বাতিল

৯ ফেব্রুয়ারি বাতিল ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল (Diamond Harbour–Sealdah: UP-34812, 34815, 34817, 34823/DN-34812,34818, 34820), সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল (Sonarpur–Diamond Harbour: DN- 34882), ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল (Diamond Harbour –Baruipur: UP-34891)। (তথ্য: অয়ন ঘোষাল)

6/6

শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন অফ ট্রেন

কিছু ট্রেনের রুট ছোট করে দেওয়া হচ্ছে-- যেমন, শিয়ালদহ ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল (34854/34859 Sealdah–Diamond Harbour–Sealdah local)-- এটি মগরাহাট পর্যন্ত যাবে এবং ওই স্টেশন থেকেই ছাড়বে, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল (34858 Sealdah–Diamond Harbour local)-- এটি বারুইপুর পর্যন্ত যাবে এবং ওই স্টেশন থেকেই ছাড়বে, শিয়ালদহ ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল (34814/34819 Sealdah–Diamond Harbour– Sealdah local)--এটি মগরাহাট পর্যন্ত যাবে এবং ওই স্টেশন থেকেই ছাড়বে, এবং শিয়ালদহ ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল  (34814/34819 Sealdah–Diamond Harbour– Sealdah local)-- এটিও মগরাহাট পর্যন্ত যাবে এবং ওই স্টেশন থেকেই ছাড়বে। (তথ্য: অয়ন ঘোষাল)