Howrah Station: হাওড়া প্ল্যাটফর্মে কেলেঙ্কারি কাণ্ড! মাথায় ব্যান্ডেজ, শেডের উপর চড়ে বসলেন যুবক...

Howrah Station Chaos: প্ল্যাটফর্মের শেড রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই ফাঁকে ওই যুবক...

Feb 07, 2025, 15:22 PM IST
1/6

হাওড়ায় হুলুস্থূল!

Howrah Station

দেবব্রত ঘোষ: ভরদুপুরে হাওড়া প্ল্যাটফর্মে এক কেলেঙ্কারি কাণ্ড! হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর চড়ে বসলেন এক যুবক। মাথায় ব্যান্ডেজ। হাতে লাঠি।   

2/6

হাওড়ায় হুলুস্থূল!

Howrah Station

মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই  প্ল্যাটফর্মের শেডের উপর চড়ে বসেন ওই যুবক। প্রায় ৪০ মিনিট এভাবেই প্ল্যাটফর্মের শেডের উপর কখনও বসে থাকেন। কখনও আবার হাঁটাচলাও করতে থাকেন।   

3/6

হাওড়ায় হুলুস্থূল!

Howrah Station

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে আরপিএফ এবং জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে খাবার দিয়ে নামানোর চেষ্টা করা হয়।   

4/6

হাওড়ায় হুলুস্থূল!

Howrah Station

কিন্তু তাতেও কাজ না হলে খবর দেওয়া হয় দমকলে। শেষে প্রায় এক ঘণ্টা পর দমকল কর্মীরা এসে ওই যুবককে নামায়।   

5/6

হাওড়ায় হুলুস্থূল!

Howrah Station

জানা গিয়েছে, ওই যুবকের নাম রবিন্দর পরাইয়া। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই যুবক। ভয়ে উপরে উঠে পড়েছিলেন বলে জানান তিনি।   

6/6

হাওড়ায় হুলুস্থূল!

Howrah Station

প্ল্যাটফর্মের শেড রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই ফাঁকে ওই যুবক উপরে উঠে যায় বলে বলছেন প্রত্যক্ষদর্শীরা।