ATM Charges: লাফিয়ে বাড়ল চার্জ, অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুললেই এবার কাটবে মোটা টাকা!

Feb 07, 2025, 17:14 PM IST
1/5

এটিএম চার্জ

এটিএম চার্জ

এক ব্যাঙ্কের কার্ড দিয়ে অন্য ব্যাঙ্ক থেকে টাকা তুললে দিতে হয় চার্জ। এবার সেই চার্জ বাড়ল। বলা ভালো চার্জ দ্বিগুণ হয়ে গেল।  

2/5

চার্জ দ্বিগুণ হল

চার্জ দ্বিগুণ হল

বাংলাদেশে অন্য ব্যাঙ্ক থেকে টাকা তুললে প্রথম ৫টি লেনদেনে এতদিন লাগত ১৫ টাকা। ওই ৫ লেনদেনের বাইরে প্রতি লেনদেনের ক্ষেত্রে লাগবে ৩০ টাকা।

3/5

কবে থেকে লাগু

কবে থেকে লাগু

২০ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হচ্ছে।

4/5

অন্যান্য চার্জ

অন্যান্য চার্জ

চার্জ বাড়ার পাশাপাশি আরও রয়েছে। মিনি স্টেটমেন্ট নিতে গেলে দিতে হবে ৫ টাকা। এছাড়া ফান্ড ট্রান্সফার করতে গেলে লাগবে ১০ টাকা।  

5/5

এনপিএসবি

এনপিএসবি

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি আওতায় গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবেন। এত‌দিন এনপিএসবিতে কার্ড প্রদানকারী ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী অন‌্য ব‌্যাং‌কের এটিএম থে‌কে টাকা উত্তোলন করা যেত।