বৃহস্পতিবার ৪ বিমানে কেরলে ফিরছেন বিদেশে আটকে পড়া ৮০০ ভারতীয়

May 06, 2020, 14:14 PM IST
1/5

কর্মসূত্রে বা বেড়াতে গিয়ে ১৩ টি দেশে আটকে পড়া ১৪,০০০ ভারতীয়র ফেরার জন্য মোট ৬৪ টি উড়ানের ব্যবস্থা করেছে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার প্রথম ৪টি উড়ান প্রায় ৮০০ জন যাত্রী নিয়ে অবতরণ করবে কেরলে। যাত্রীদের তালিকায় আছেন অন্তঃসত্ত্বা মহিলা, ভিসার মেয়াদ পার হওয়া ব্যক্তিরা এমনকি, বিদেশে চাকরি খোয়ানো ব্যক্তিরাও।

2/5

আবুধাবি, দুবাই, রিয়াজ এবং কাতার থেকে কোচি এবং কোজিকোড আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হবে আটকে পড়া ভারতীয়দের।

3/5

তবে অবতরণের সঙ্গে সঙ্গেই প্রত্যেকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কেরল সরকার। শুধু তাই নয়, প্রত্যেককে বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হবে। কেউ যদি ভাড়া দিয়ে হোটেলে নজরদারিতে থাকতে চান তারও ব্যবস্থা করা হবে। 

4/5

আগামী কয়েকদিনের মোট ৬৪টি বিমানের মধ্যে ১৫টি অবতরণ করবে কেরলে। প্রতিটি বিমানে প্রায় 200 জন করে ফিরবেন। 

5/5

কেরলে এখন‌ও পর্যন্ত ৪৯৯ জন কোন ভাইরাস আক্রান্তর হদিস মিলেছে। বর্তমানে পজিটিভ দেশের সংখ্যা মাত্র ৩৪। গত দুই দিনে নতুন করে কোন‌ও আক্রান্তের খবর পাওয়া যায়নি।