Day on Earth: আর '২৪ ঘণ্টা' নয়, দিন এবার '২৫ ঘণ্টা'র! কেন বদল লক্ষ-লক্ষ বছরের নিয়মে?
A day on Earth Now Means 25 hours: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। কিন্তু এই দূরত্বে বদল আসছে। চাঁদ পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। কিন্তু এই দূরত্বে বদল আসছে। চাঁদ পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। এমনটা যে হচ্ছে, তা কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি এ নিয়ে নতুন করে গবেষণা হয়েছে। উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছেন।
1/6
ভূতাত্ত্বিক গবেষণা
![ভূতাত্ত্বিক গবেষণা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/05/486474-day-1.png)
2/6
২৫ ঘণ্টার দিন
![২৫ ঘণ্টার দিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/05/486473-day-2.png)
কেন ২৪ ঘণ্টার বদলে দিনের দৈর্ঘ্য হবে ২৫ ঘণ্টা? কারণ, এটা প্রমাণিত যে, একটু একটু করে দূরে সরে যাচ্ছে চাঁদ। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে আমাদের একমাত্র উপগ্রহটি। পৃথিবী থেকে চাঁদের এই দূরে চলে যাওয়ার কারণেই বেড়ে যাবে দিনের দৈর্ঘ্য। চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমে এবং দিনের দৈর্ঘ্য বাড়ে।
photos
TRENDING NOW
3/6
২০ কোটি বছর পরে
![২০ কোটি বছর পরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/05/486472-day-3.png)
4/6
১৮ ঘণ্টায় দিন
![১৮ ঘণ্টায় দিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/05/486471-day-4.png)
5/6
অ্যাস্ট্রোক্রোনোলজি
![অ্যাস্ট্রোক্রোনোলজি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/05/486470-day-5.png)
এজন্য অ্যাস্ট্রোক্রোনোলজি ব্যবহার করা হয়েছে। কী এই অ্যাস্ট্রোক্রোনোলজি? সুদূর অতীতের সময় বা টাইম সম্পর্কে জানা যায় এই বিদ্যায়। এই পদ্ধতিতে অতি প্রাচীন ভূতাত্ত্বিক সময়ের পরিমাপ করা সম্ভব। এ এমন এক প্রক্রিয়া যাতে আধুনিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া ব্যবহার করেই কয়েকশো কোটি বছরের পুরনো শিলা নিয়ে গবেষণা করা যায়।
6/6
স্থিতিশীল সরণ
![স্থিতিশীল সরণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/05/486469-day-6.png)
photos