Isaac Newton Predicts | End of the World: অবিশ্বাস্য! শুধু বাবা ভাঙ্গা নন, মহাবিজ্ঞানী স্বয়ং নিউটনও বলে গিয়েছেন, কবে ধ্বংস হবে পৃথিবী...

Isaac Newton Predicted 300 Years Ago: ৩০০ বছর আগে! পৃথিবী ধ্বংসের পূর্বাভাস দিয়ে গিয়েছেন এক বিখ্যাত মানুষ। মহাবিজ্ঞানী। স্যর আইজাক নিউটন। একটি চিঠিতে তিনি এই মন্তব্য প্রকাশ করেছেন।

| Feb 16, 2025, 15:28 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০০ বছর আগে! পৃথিবী ধ্বংসের পূর্বাভাস দিয়ে গিয়েছেন এক বিখ্যাত মানুষ। না, তিনি বাবা ভাঙ্গা বা ওই জাতীয় কোনও মিস্টিক নন! তিনি স্বয়ং এক বিজ্ঞানী। মহাবিজ্ঞানী। স্যর আইজাক নিউটন। তাঁর একটি চিঠি থেকে এই অবিশ্বাস্য ব্যাপারটি জানা গিয়েছে। 

1/6

৩০০ বছর আগে

কী জানা গিয়েছে? ৩০০ বছর আগে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতেই লুকিয়েছিল এই তথ্য।

2/6

১৭০৪ সালে

১৭০৪ সালে বিশ্ববিশ্রুত এই বিজ্ঞানী ওই চিঠিতে লিখেছিলেন, ঠিক কোন বছরে ধ্বংস হয়ে যাবে পৃথিবী! আশ্চর্য!

3/6

নতুন বিন্যাস

'ল্য অফ গ্র্যাভিটি' তথা মাধ্যাকর্ষণ-তত্ত্বের আবিষ্কর্তা নিউটন অবশ্য 'এন্ড' শব্দটি ব্যবহার করেননি। তিনি 'রিসেট' কথাটি লিখেছিলেন। মানে, ঠিক ধ্বংস নয়, নতুন ভাবে বিন্যস্ত হবে এই বিশ্ব। এ তো প্রায়, ধ্বংসেরই নামান্তর। কেননা, আগের বিন্যাসের বদলে নতুন বিন্যাস মানেই তো, নতুন সৃষ্টি!

4/6

ধার্মিক বিজ্ঞানী

ঠিক কী বলেছিলেন, এই বিজ্ঞানী? আশ্চর্য হলেও সত্যি যে, প্রবল ভাবে ধর্মানুভূতিতে নিষিক্ত ছিলেন নিউটন। 

5/6

যিশু ফিরবেন

তিনি বলেছিলেন, যিশু খ্রিস্ট ও তাঁর সহ-সন্ন্যাসীদল ফিরে আসবেন পৃথিবীতে, শুধু তাই নয়, ফিরে এসে তাঁরা এখানে ১০০০ বছরের এক শান্তির সাম্রাজ্য তৈরি করবেন।

6/6

'ন্যাচারাল ফিলজফার'

একজন বিজ্ঞানীর পক্ষে কি এরকম উক্তি করা মানায়? হ্যালিফ্যাক্স ইউনিভার্সিটির প্রফেসর স্টিফেন ডি. স্নোবেলেন এ প্রসঙ্গে বলেছেন, নিউটন বিজ্ঞানী ছিলেন না, তিনি আসলে ছিলেন একজন স্বভাব-দার্শনিক, 'ন্যাচারাল ফিলজফার'। সে না হয় হল, কিন্তু পৃথিবী ধ্বংস হবে বলে কোন বছরটির কথা উল্লেখ করে গিয়েছেন নিউটন? ২০৬০ সাল!