Team India | ICC Champions Trophy: বাংলাদেশ-পাকিস্তানকে হারালেই ইতিহাস! রোহিতরা করতে পারেন অকল্পনীয় বিশ্বরেকর্ড

ICC Champions Trophy: বাংলাদেশ-পাকিস্তানকে হারালেই ইতিহাস! রোহিতরা যা করতে পারেন তা অকল্পনীয়... 

Feb 16, 2025, 13:43 PM IST
1/7

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

 ICC Champions Trophy

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে পিসিবি।

2/7

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি

India In Champions Trophy

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।     

3/7

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার দিনক্ষণ

 Champions Trophy India Matches

গতবছর ডিসেম্বরে প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়ে গিয়েছিল। ৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে গ্রুপ এ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান গ্রুপ বি-তে। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ।  

4/7

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাসের সামনে ভারত

India Eye historic Champions Trophy Record

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তানকে হারালেই ইতিহাস লিখবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও পর্যন্ত ১৮ ম্যাচ জিতেছে। আর দুই ম্যাচ জয়ে সেই সংখ্যা হবে ২০। রোহিতরা এমনটা করতে পারলে বিশ্বরেকর্ড করবেন। যা আর কোনও দেশের নেই। দু'বারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত এখনও সবার উপরেই। ভারতের পরে রয়েছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। যারা ১৪ বার করে জিতেছে।

5/7

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকিদের রেকর্ড

Champions Trophy Record

আরেক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ওয়েস্ট ইন্ডিজ ১৩ জয়ের সুবাদে চার নম্বরে রয়েছে। যদিও এবার খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মেরুন জার্সিধারীরা। অস্ট্রেলিয়া আশ্চর্যজনক ভাবে ১২ জয়ের সুবাদে পাঁচে রয়েছে। প্রতিযোগিতার সহ-আয়োজক পাকিস্তান ১১টি জয় নিয়ে অষ্টম স্থানে রয়েছে।  

6/7

Champions Trophy Prize Money

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারলে রোহিত শর্মারা পাবেন ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা)। রানার্স আপের পকেটে আসবে ১.২১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়  ৯.৭২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত দুই দলের জন্য ধার্য করা হয়েছে পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার বা ৪.৮৭ কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা টিম ৩.০৪ কোটি টাকা করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দল ১.২১ কোটি টাকা করে পাবে। এছাড়া গ্রুপ পর্বে বিজয়ীদের জন্য রাখা হয়েছে ২৯ লক্ষ টাকা করে।  

7/7

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের চূড়ান্ত দল

Champions Trophy India Squad

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।