Sabooj Sathi: পড়েছে মরচে, ঢেকেছে ধুলোয়! শয়ে শয়ে নষ্ট হচ্ছে 'সবুজ সাথী'র সাইকেল...

Purulia: ২০১৫ সালে তৃণমূল সরকার চালু করেছিল 'সবুজ সাথী' প্রকল্প। পড়ুয়াদের জন্য বরাদ্দ শয়ে শয়ে সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে।

Feb 16, 2025, 09:43 AM IST
1/6

মনোরঞ্জন মিশ্র: সবুজ সাথী প্রকল্পে পড়ুয়াদের জন্য বরাদ্দ শয়ে শয়ে সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে পুরুলিয়া ১ নম্বর ব্লক অফিস চত্বরে। 

2/6

মরচে পড়া জরাজীর্ণ সাইকেলগুলিতে জমেছে ধুলোর আস্তরণ। অথচ সেই সমস্ত সাইকেল দেখভাল করার কেউই নেই। 

3/6

বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, 'কোনও পড়ুয়াকে বঞ্চনা করা হয়নি। কোভিড সময়কাল থেকে সেখানে সাইকেলগুলি জমা হয়ে রয়েছে। বিষয়টি নজর দেওয়া দরকার। আমরাও দেখছি।'

4/6

বিরোধীদের অভিযোগ, সবই হচ্ছে কাটমানির জন্য। পড়ুয়াদের বঞ্চিত করে এখান থেকেও তৃণমূলের নেতারা নিজের পকেট ভরাবে। 

5/6

অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি বলেন, 'সবুজ সাথী প্রকল্পে রাজ্যের পড়ুয়ারা আজ লাভবান হয়েছে। এই প্রকল্প রাজ্যে স্বার্থক হয়েছে। সাইকেল জমা থাকার ক্ষেত্রে বর্ধিত হারে সাইকেল বেড়ে যাওয়া বা অনেকের নামে সাইকেল বরাদ্দ হওয়ার পরেও সাইকেল না নেওয়া, এইসমস্ত কারণে বর্ধিত সাইকেল সেখানে জমা থাকতে পারে। এখানে রাজনীতির কোনও প্রশ্নই নেই।'

6/6

প্রসঙ্গত, ২০১৫ সালে স্কুল পড়ুয়াদের জন্য 'সবুজ সাথী' নামক প্রকল্প চালু করে তৃণমূল সরকার। যে প্রকল্পের উদ্দেশ্য ছিল সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নতুন সাইকেল প্রদান করা।