Mamata Banerjee | Pratul Mukhopadhyay Death: গান স্যালুটে শেষবিদায় প্রতুল মুখোপাধ্যায়কে, 'শোকস্তব্ধ' মমতা...

Pratul Mukhopadhyay Death: শনিবার সকালেই দুঃসংবাদ। প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়। এদিন রবীন্দ্রসদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। গান স্যালুটে শেষ বিদায় জানায় রাজ্য সরকার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Feb 15, 2025, 21:47 PM IST
1/7

বিদায়!!!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বছর শুরুতেই জানা গিয়েছিল, লেখক-সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি। শনিবার এল দুঃসংবাদ।   

2/7

বিদায়!!!

অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠে। শনিবার সকালেই প্রয়াত হন প্রতুল মুখোপাধ্যায়।                                                                                                     

3/7

বিদায়!!!

এদিন রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় প্রতুল মুখোপাধ্যায়কে। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                                                        

4/7

বিদায়!!!

মুখ্যমন্ত্রী জানান, 'প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠের মূর্ছনায় বাংলা সঙ্গীত জগত প্রাণবন্ত ও মুগ্ধ। তাঁর গায়নশৈলীতে বাক্‌রুদ্ধ সমগ্র সঙ্গীত জগত – সেই আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি শোকস্তব্ধ'।   

5/7

বিদায়!!!

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আজ রবীন্দ্র সদনে তাঁর প্রতি জানালাম শেষ শ্রদ্ধা। আমি যেমন তাঁর একজন গুণমুগ্ধ ভক্ত, তেমনই তিনিও আমার খুব কাছের মানুষ'।  

6/7

বিদায়!!!

'বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সঙ্গীত জগতে তাঁর সুরেলা কণ্ঠের গায়কি আজীবন থেকে যাবে আমাদের মননে' লেখেন মুখ্যমন্ত্রী।   

7/7

বিদায়!!!

'আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানায় আপামর বাঙালি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি', সোশ্যাল মিডিয়ায় লেখেন মুখ্যমন্ত্রী।