Acharya Satyendra Das's Jal Samadhi: প্রয়াণের পরে রামমন্দিরের প্রধান পুরোহিতের দেহ ধীরে ধীরে সরযূর জলে... আশ্চর্য! অলৌকিক!

Acharya Satyendra Das's Jal Samadhi in Saryu River: মৃত্যুকালে আচার্য সত্যেন্দ্র দাসের বয়স হয়েছিল ৮৫। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে। আশ্চর্য ঘটনা ঘটল তাঁর শেষকৃত্যে।

| Feb 15, 2025, 19:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশ্চর্য ঘটনা ঘটল তাঁর শেষকৃত্যে। আচার্য সত্যেন্দ্র দাস। অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। সম্প্রতি প্রয়াত হলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর! লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে। গত ৩২ বছর ধরে রামলালার পুজো করে আসছিলেন সত্যেন্দ্র দাস।

1/6

রামের পুজো

বাবরি মসজিদ কাণ্ডের আগে থেকে সেখানে রামের পুজো শুরু করেন সত্যেন্দ্র দাস। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। আচার্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

2/6

চিকিৎসাধীন

লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু সেখানে তাঁর অবস্থার তেমন উন্নতি না হওয়ায়, সেখান থেকে তাঁকে  SGPGIMS-তে নিয়ে আসা হয়েছিল। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল বলে জানা গিয়েছিল। 

3/6

মুখ্য পূজারী

অযোধ্যা রামমন্দিরের মুখ্য পূজারী ছিলেন আচার্য সত্যেন্দ্র দাস। তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে সেখানে পৌরহিত্য করেছেন।

4/6

পালকি করে

তাঁর মরদেহ একটি পালকি করে প্রথমে তাঁর আবাস থেকে সরযূর তীরে নিয়ে আসা হয়। সেখানে তুলসীদাস ঘাটে তাঁর শেষকৃত্য হয়।

5/6

জলসমাধি

সরযূ নদীর তীরে তুলসীদাস ঘাটে তাঁর জলসমাধি দেওয়া হয় রামানন্দী শাখার এই সাধুর।

6/6

দেহে পাথর

অত্যন্ত ভারী পাথর তাঁর পূত দেহের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপর একেবারে মাঝনদীতে গিয়ে তা নদীতে ফেলা হয়। যদিও এই ঘটনা নিয়ে বিপুল বিতর্ক তৈরি হয়েছে।