8th Pay Commission: লাফিয়ে বাড়ছে বেতন-পেনশন, কবে থেকে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন?

Feb 15, 2025, 18:24 PM IST
1/5

অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন লাগু হয়ে গেলে অনেকটাই বেড়ে যাবে বেতন। বাড়বে পেনশনও। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বসে রয়েছেন কবে বেতন কমিশন লাগু হবে তার দিকে চেয়ে।

2/5

সপ্তম বেতন কমিশন

সপ্তম বেতন কমিশন

এবছর ৩১ ডিসেম্বরই শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ফলে ২০২৬ সালের জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা। কিন্তু শোনা যাচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হতে অনেকটাই সময় লাগবে। কোনও কোনও মহল থেকে এমনও বলা হচ্ছে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন। এরপরই বেতন বাড়বে অনেকটাই।  

3/5

পেনশন

পেনশন

সপ্তম বেতন কমিশনে সর্বনিম্ন পেনশন হয়েছিল ১৮ হাজার টাকা। সর্বোচ্চ পেনশন হয়েছিল ১.২৫ লাখ।

4/5

কতটা বাড়বে পেনশন

কতটা বাড়বে পেনশন

অষ্টম বেতন কমিশনে বেসিক পেনশন অন্তত ২.৫৭ গুণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। ২০২৭ সালে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন একেবারেই বদলে যাবে বলে মনে করা হচ্ছে।

5/5

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন অষ্টম বেতন কমিশন শীঘ্রই চালু করা হবে। এবিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। ক্যাবিনেট এবিষয়ে সবুজ সঙ্কেত দিলেই দ্রুত চালু করা হবে অষ্টম বেতন কমিশন।