Prateik Babbar Wedding: মা স্মিতা পাটিলের বাড়িতেই বাঙালি নায়িকার সঙ্গে বিয়ে প্রতীকের, বিয়েতে ডাকলেনও না বাবা রাজ বব্বরকে!

Prateik Babbar-Priya Banerjee Marriage: প্রতীকের জন্মের ১৪দিনের মাথায় প্রয়াত হয়েছিলেন স্মিতা পাটিল। প্রতীককে ছেড়ে সেই সময় প্রথম স্ত্রীর কাছেই ফিরে গিয়েছিলেন। প্রতীককে বড় করেছেন তাঁর দাদু দিদা। বাবার সাহচর্য কখনও পাননি প্রতীক। তবে একসঙ্গে তাঁদের বেশ কয়েকবার দেখা গিয়েছে। তবে কোনও এক কারণে তিক্ততা এতটাই চরমে পৌঁছেছে যে বাবাকে বিয়েতে আমন্ত্রণই করলেন না প্রতীক। 

Feb 15, 2025, 17:31 PM IST
1/10

প্রতীকের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিয়ে করলেন রাজ বব্বর ও স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বর। ছবি- প্রতীক বব্বর ইনস্টাগ্রাম  

2/10

প্রতীকের বিয়ে

বাঙালি অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন প্রতীক। ছবি- প্রতীক বব্বর ইনস্টাগ্রাম  

3/10

প্রতীকের বিয়ে

মা স্মিতা পাটিলের বাড়িতে কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করলেন তাঁরা। ছবি- প্রতীক বব্বর ইনস্টাগ্রাম  

4/10

প্রতীকের বিয়ে

সোনার জড়ির কাজের অফ হোয়াইট শেরওয়ানি ও লেহেঙ্গা পরেছিলেন প্রতীক ও প্রিয়া। ছবি- প্রতীক বব্বর ইনস্টাগ্রাম  

5/10

প্রতীকের বিয়ে

চার বছর ধরে প্রিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রতীক। ছবি- প্রতীক বব্বর ইনস্টাগ্রাম  

6/10

প্রতীকের বিয়ে

প্রতীকের সত্‍ ভাই আর্য বব্বর জানান যে বিয়েতে বাবা রাজ বব্বরকে নিমন্ত্রণই করেননি অভিনেতা। ছবি- প্রতীক বব্বর ইনস্টাগ্রাম  

7/10

স্মিতা-রাজ

প্রতীকের সঙ্গে রাজ বব্বরের সম্পর্ক কোনওদিনই বিশেষ ভাল নয়, একথা সকলেরই জানা। কখনই বাবার রেফারেন্স ব্যবহার করেননি তিনি।   

8/10

রাজ-প্রতীক

প্রতীকের জন্মের ১৪দিনের মাথায় প্রয়াত হয়েছিলেন স্মিতা পাটিল। প্রতীককে ছেড়ে সেই সময় প্রথম স্ত্রীর কাছেই ফিরে গিয়েছিলেন।   

9/10

রাজ-প্রতীক

প্রতীককে বড় করেছেন তাঁর দাদু দিদা। বাবার সাহচর্য কখনও পাননি প্রতীক। তবে একসঙ্গে তাঁদের বেশ কয়েকবার দেখা গিয়েছে।   

10/10

প্রতীকের বিয়ে

তবে কোনও এক কারণে তিক্ততা এতটাই চরমে পৌঁছেছে যে বাবাকে বিয়েতে আমন্ত্রণই করলেন না প্রতীক।