Low Price of Whiskey: সস্তা হচ্ছে হুইস্কি! ট্রাম্পের 'অনুরোধে' মোদী মকুব করলেন ১০০ শতাংশ....

India US Tariff: হুইস্কির উপর থেকে কমল ইমপোর্ট ডিউটি। আমেরিকার জনপ্রিয় হুইস্কির ওপর ৬৬ শতাংশ ছাড়ের ঘোষণা করে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বিভাগ। 

Feb 15, 2025, 15:42 PM IST
1/6

America's Bourbon Whiskey

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার সবথেকে জনপ্রিয় বারবন হুইস্কি। সেই  বিদেশি মদ হল সস্তা!‌ ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরই মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমাল ভারত। 

2/6

America's Bourbon Whiskey

বারবন হুইস্কির উপর আমদানি শুল্ক ৫০ শতাংশ করা হয়েছে। আগে তা ছিল ১৫০ শতাংশ। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজস্ব দফতর বার্বন হুইস্কির উপর শুল্কের ব্যাপক হ্রাসের বিষয়টি সামনে আনে।

3/6

America's Bourbon Whiskey

ভারতে আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে আগে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। মোদীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেও তিনি জানিয়েছিলেন, আমেরিকার পণ্যে বড্ড বেশি কর নেয় ভারত। তার পর মোদীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। 

4/6

America's Bourbon Whiskey

এমনকী আমেরিকার প্রেসিডেন্ট পরিষ্কারভাবে জানিয়েছেন, ভারত আমেরিকার উপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও এবার থেকে ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।

5/6

America's Bourbon Whiskey

বারবন হল এক ধরণের আমেরিকান হুইস্কি যা ভুট্টা থেকে তৈরি। এটি তার হালকা মিষ্টি স্বাদের জন্য পরিচিত। পোড়া ওক ব্যারেলে পুড়ে যাওয়া, বারবন কমপক্ষে ৫১ শতাংশ ভুট্টা দিয়ে তৈরি করা হয়। 

6/6

America's Bourbon Whiskey

এতদিন এই হুইস্কি থেকে ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে ওই হুইস্কির উপরে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। বাকি হুইস্কির ক্ষেত্রে অবশ্য শুল্ক ১৫০ শতাংশই থাকবে।