Nostradamus’s Predictions 2025: মাথায় টাকার বৃষ্টি, টাকা উড়বে চারপাশে, টাকার বিছানায় শুয়ে থাকবেন! নস্ট্রাদামুসের কৃপায় ২০২৫-য়ে কারা হবেন বিপুল ধনসম্পত্তির মালিক...

Nostradamus’s Zodiac Signs 2025 Predictions: চলতি বছর, এই ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার বহু আগেই নস্ট্রাদামুসও (Nostradamus) করে গিয়েছেন নানা অবিশ্বাস্য সব ভবিষ্যদ্বাণী! করে গিয়েছেন রাশিফল সংক্রান্ত ভবিষ্যদ্বাণীও। তাহলে আসুন, দেখে নিই এ বছর কারা হয়ে উঠবেন বিলিওনেয়ার!

| Feb 15, 2025, 15:28 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ বছর কারা হয়ে উঠবেন বিলিওনেয়ার? কাদের মাথার উপর ঝরবে টাকার বর্ষা? কাদের চারপাশে উড়ে বেড়াবে টাকা? কারা মালিক হবেন বিপুল ধনসম্পত্তির? কারা শুয়ে থাকবেন টাকার গদিতে? শুধু বাবা ভাঙ্গা নন, নস্ট্রাদামুসও ২০২৫ সালের রাশিফল সংক্রান্ত ভবিষ্যদ্বাণী (Nostradamus’s 2025 Zodiac Signs Predictions) করে গিয়েছেন। নস্ট্রাদামুস আজ পর্যন্ত যা-যা বলে গিয়েছেন, তা সবই অব্যর্থ ভাবে মিলে গিয়েছে। এটাও মিলবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তার কিছু কিছু আভাস হয়তো পাচ্ছেনও তাঁরা, যাঁদের নিয়ে এই পূর্বাভাস। আসুন, বছরের দেড়টা মাস অতিবাহিত, আমরা একবার দেখে নিই, কোন কোন রাশির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে সারা বিশ্ব।

1/6

মেষ রাশি

এই ২০২৫-য়ে মেষ রাশির জাতকের প্রায় সব ইচ্ছাই পূরণ হবে। বিশেষ করে অর্থসংক্রান্ত সাধ তো পূরণ হবেই। এ বছরটি হতে চলেছে মঙ্গলের। আর মঙ্গলই তো মেষের অধিপতি গ্রহ। ফলে মঙ্গলের আশীর্বাদে মেষ রাশির জাতকেরা মিলিওনেয়ার পর্যন্ত হতে পারেন! 

2/6

বৃষ রাশি

বৃষ রাশির জাতকেরা এ বছরে বিপুল বিনিয়োগ করুন। কোনও অসুবিধা নেই। এঁদের লং-টার্ম অর্থনৈতিক লক্ষ্য পূরণ হবে। এঁরা এ বছরে প্রচুর টাকার মুখ দেখবেন। এঁদের জীবন ফুলে-ফেঁপে উঠবে।

3/6

সিংহ রাশি

সিংহ রাশির জাতকেরাও মঙ্গলের সহায়তা পাবেন। এঁরা বছরভর বহু টাকা উপার্জন করবেন। নানা দিক থেকে পাবেন বিপুল অর্থনৈতিক সহায়তা। 

4/6

কন্যা

কন্যা রাশির জাতকেরা এ বছরটিতে খুবই বিশ্লেষণমুখী বিবেচনার পরিচয় দেবেন। এঁদের দক্ষতাও থাকবে তুঙ্গে। আর এসেবর জেরেই অর্থনৈতিক সাফল্যে এঁরা একেবারে পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবেন।

5/6

মকর রাশি

এই বছরে এঁরা খুবই পরিশ্রমী। এই পরিশ্রমের ফলেই এঁরা বিপুল অর্থের মালিক হবেন। এঁদের রাশির অধিপতি শনি। শনির কৃপায় এই রাশির জাতকেরা সাফল্যের চূড়ায় উঠবেন!

6/6

বৃশ্চিক রাশি

এঁরা এ বছরটিতে এমনিতেই একটু ধনী থাকবেন। আর এই ২০২৫ সালে এঁদের অর্থভাগ্যও থাকবে তুঙ্গে। ব্যস! আর কী, একেবারে টাকার গদিতে শুয়ে থাকবেন এঁরা।    (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)