Lowest life expectancy: কম আয়ুর দেশ! জীবন থামে ৪০-এর ঘরেই...

Lowest life expectancy: ৪৯ -এই তাঁদের মৃত্যু অনিবার্য! চাইলেই বেঁচে থাকতে পারেন না আর কিছুদিন। এর পিছনে কি লুকিয়ে আছে কোনও রহস্যজনক পরিস্থিতি? জানতে চোখ রাখুন...

Feb 15, 2025, 14:20 PM IST
1/7

মৃত্যু অনিবার্য

Death is inevitable

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঁচে থাকতে কে না চায়! এই পৃথিবীতে যে যা চায় সে যে তাই পেয়ে যায় এমনটা তো সব সময় হয় না। আজ এমন একটি দেশের নাম বলতে চলেছি যেখানকার মানুষ চাইলেই বাঁচতে পারেন না। চাইলেই এই পৃথিবীর সৌন্দর্য্য আরও কিছুদিন দেখতে পারেন না। ৪৯ -এই তাঁদের মৃত্যু অনিবার্য! 

2/7

গড় আয়ু

Average life expectancy

সুন্দর এই পৃথিবীর কত কিছুই না সকলের দেখা বাকি। যেখানে মানুষের বর্তমান গড় আয়ু বেড়ে প্রায় ৬৫-৭৫ বছর। আমাদের দেশের মানুষের বর্তমান গড় আয়ু প্রায় ৬৯ বছর।

3/7

মারা যাবার কারণ

Cause of death

পৃথিবীর সবচেয়ে কম আয়ুর দেশ হল আফ্রিকা মহাদেশের চাদ। দেশটির মানুষের গড় আয়ু ৪৯ বছর! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। চাদে জন্মহারের চেয়ে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেশি। এর পিছনে অবশ্য লুকিয়ে আছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপুষ্টি।

4/7

যুদ্ধকালীন পরিস্থিতি

Wartime situation

প্রাকৃতিক নানা বিপর্যয়ে বিধ্বস্ত এই দেশ। চাদের প্রতিবেশী দেশ সুদানও অবশ্য দায়ী তাদের এই দুরভার্গ্যজনক পরিস্থিতির জন্য। যুদ্ধকালীন পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে হাজার হাজার উদ্বাস্তু নিরাপত্তার সন্ধানে সীমান্তে পাড়ি দিয়ে চাদে ভিড় জমাচ্ছে। 

5/7

উদ্বাস্তু নগরী

Refugee city

পূর্বে দেশটির পরিস্থিতি বর্তমান সময়ের মতো খারাপ ছিল না। প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল এই দেশ। পার্শ্ববর্তী দেশের যুদ্ধবিগ্রহের ফলে দেশটিতে বর্তমানে উদ্বাস্তু নগরীতে পরিণত হয়েছে।

6/7

মহামারী

Epidemic

এ ছাড়াও, এইডস মহামারীর পরিমাণ এই দেশে দিনে দিন এতটাই বাড়ছে যে, এখানকার মানুষের গড় আয়ু এসে থেমেছে ৪৯ বছরে। 

7/7

বেঁচে থাকাই কঠিন

It's hard to survive

এই সব ছাড়াও চাদের মানুষদের স্বল্প গড় আয়ুর পেছনে আছে দূষিত পরিবেশ, পুষ্টিহীনতা, রাসায়নিক ব্যবহার বৃদ্ধিসহ আরও অনেক কারণ। এই দেশের মানুষদের আয়ু যে হারে কমছে ভবিষ্যতে এই বয়সের আগেই হতে পারে তাঁদের। বিষয়টা খুবই দুঃখজনক তাই আশপাশের দেশগুলিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছেন চাদের মানুষ।