Apoorva Mukhija: শারীরিক নির্যাতন থেকে প্রাণনাশের হুমকি! এক এপিসোডেই পাল্টে গেল অপূর্বার দুনিয়া...

Apoorva Mukhija: তাঁরা নারী হিসেবে  নিশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, নিজেকে ভালোবাসছেন এমনকি বেড়ে ওঠার সাহস দেখাচ্ছেন। আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং এমন একটি দেশে বাস করা হয় যেখানে আপনাকে রক্ষা করার কথা ছিল, তখন আপনি কীভাবে নিরাপদ বোধ করবেন?

Feb 15, 2025, 18:26 PM IST
1/6

অপূর্বা মুখিজা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা (Apoorva Mukhija), মূলত নেটপাড়ায় পরিচিত 'দ্য রেবেল কিড' হিসেবেই। কিন্তু সেই রেবেলকেই এবার ফেস করতে হচ্ছে মানুষের নানান আক্রোশ। 

2/6

ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট

অপূর্বা ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট প্যানেলের অংশ ছিলেন যখন রণবীর আল্লাবাদিয়া একজন প্রতিযোগীকে পিতামাতার যৌনতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন।  

3/6

রণবীর

রণবীর তার মন্তব্যের জন্য সমালোচনার মুখোমুখি হলেও, এখন জানা গেছে যে মুখিজাও সোশ্যাল মিডিয়ায় ঘৃণার মুখোমুখি হচ্ছেন।

4/6

'দ্য রেবেল কিড'

'দ্য রেবেল কিড' নামে পরিচিত অপূর্ব মুখিজা অনলাইনে মৃত্যুর, যৌন নির্যাতন এবং হয়রানির হুমকি পাচ্ছেন। সম্প্রতি, অপূর্বার বন্ধু রিদা থারানা তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মন্তব্যকারীদের তীব্র সমালোচনা করেছেন।

5/6

কখনও ভাবতেও পারিনি

তিনি লেখেন, "আমি কখনও ভাবতেও পারিনি যে কিছু মানুষ নারীদের ঘৃণা করে, কেবল তাঁরা নারী। তাঁরা নারী হিসেবে  নিশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, নিজেকে ভালোবাসছেন এমনকি বেড়ে ওঠার সাহস দেখাচ্ছেন এটাই মূল সমস্যা। একজন মহিলারও অন্য যে কারও মতো একই সমস্যা হতে পারে সেটা কেউ ভাবতে পারে না, কারণ তিনি একজন মহিলা তাই সবসময় পরিস্থিতি আরও খারাপ করে হয়। যখন আপনাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়, আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং এমন একটি দেশে বাস করা হয় যেখানে আপনাকে রক্ষা করার কথা ছিল, তখন আপনি কীভাবে নিরাপদ বোধ করবেন?"

6/6

ট্রেজার হান্ট শ্যুট

রাজস্থান ট্যুরিজমের International Indian Film Academy (IIFA)-এর সহযোগিতায় ট্রেজার হান্ট শ্যুট থেকে অপূর্বাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর পাওয়ার একদিন পর এই খবর প্রকাশ পেল।