Malbazar: বড়দিনে বড় ক্ষতি! বীভত্‍স আগুনে পুড়ল চাবাগানের বাড়ি, ভস্মীভূত সংসার...

Tea Garden House Fire: দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভালেও সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। দমকল বিভাগের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

Dec 25, 2024, 13:10 PM IST
1/6

অরূপ বসাক: মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের জিতি চাবাগানে আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি বাড়ি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

2/6

জানা গিয়েছে, জিতি চাবাগানের গোপাল লাইনে মুন্না প্রধানের বাড়ির রান্নাঘরে কোনওভাবে প্রথমে আগুন লেগে যায়।

3/6

 সেই আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো বাড়িতে আগুন লেগে যায়। 

4/6

খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে নাগরাকাটা থানার পুলিস। চলে আসে মালবাজার থেকে দমকল বিভাগের কর্মীরা। 

5/6

তারাই দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভালেও সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। দমকল বিভাগের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

6/6

তবে বাড়ির মধ্যে থাকা টিভি, খাট, টেবিল কিছু টাকা পয়সা-সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।