Digha on Christmas: ক্রিসমাসে 'নতুন' দিঘা! সমুদ্রস্নানে কোনও নিষেধাজ্ঞা আছে? ঝাউবনে পিকনিক করা যাচ্ছে তো এবার?
Digha on Christmas: ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত চালানো হচ্ছে এই নজরদারির বোট। সমুদ্রে স্নানে নেমেছেন অসংখ্য পর্যটক। সমুদ্রে যাতে কোনও অঘটন না ঘটে, সেজন্য ওয়াচটাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিঘায় আজ লক্ষাধিক পর্যটকের সমাগম। বড়দিনের ছুটি কাটাতে পর্যটকদের বিপুল ভিড়। মেঘলা আকাশ মাঝেমধ্যে দু-এক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। দিঘায় প্রশাসনের নজরদারি চলছে অবশ্য গতকাল থেকেই। স্পিড-বোট নামানো হয়েছে নজরদারির জন্য। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত চালানো হচ্ছে এই নজরদারির বোট। সমুদ্রে স্নানে নেমেছেন অসংখ্য পর্যটক। সমুদ্রে যাতে কোনও অঘটন না ঘটে, সেজন্য ওয়াচটাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি। সকাল থেকে দফায় দফায় চালানো হচ্ছে মাইকিং। দিঘা মোহনা থানা দিঘা থানার পুলিস ছাড়াও অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে আজকের দিঘার ভিড়ের জন্য।