Digha on Christmas: ক্রিসমাসে 'নতুন' দিঘা! সমুদ্রস্নানে কোনও নিষেধাজ্ঞা আছে? ঝাউবনে পিকনিক করা যাচ্ছে তো এবার?

Digha on Christmas: ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত চালানো হচ্ছে এই নজরদারির বোট। সমুদ্রে স্নানে নেমেছেন অসংখ্য পর্যটক। সমুদ্রে যাতে কোনও অঘটন না ঘটে, সেজন্য ওয়াচটাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি।

| Dec 25, 2024, 12:45 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিঘায় আজ লক্ষাধিক পর্যটকের সমাগম। বড়দিনের ছুটি কাটাতে পর্যটকদের বিপুল ভিড়। মেঘলা আকাশ মাঝেমধ্যে দু-এক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। দিঘায় প্রশাসনের নজরদারি চলছে অবশ্য গতকাল থেকেই। স্পিড-বোট নামানো হয়েছে নজরদারির জন্য। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত চালানো হচ্ছে এই নজরদারির বোট। সমুদ্রে স্নানে নেমেছেন অসংখ্য পর্যটক। সমুদ্রে যাতে কোনও অঘটন না ঘটে, সেজন্য ওয়াচটাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি। সকাল থেকে দফায় দফায় চালানো হচ্ছে মাইকিং। দিঘা মোহনা থানা দিঘা থানার পুলিস ছাড়াও অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে আজকের দিঘার ভিড়ের জন্য। 

1/6

ঝাউবনে পিকনিক

দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে বিচ ও দিঘা শহর। বহু পর্যটক দিনের দিন দিঘায় এসেছেন, পিকনিক করছেন ঝাউবনে। পিকনিক সেরে তাঁরা আবার বাড়ি ফিরে যাবেন। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

2/6

বাড়তি ভাড়া নয়

দিঘার সমস্ত হোটেলে বুকিং প্রায় শেষ হয়ে এসেছে। এবং এই মরসুমে দিঘায় বাড়তি ভাড়া যাতে কোনও হোটেল না নেয়, সেদিকেও নজর রেখেছে প্রশাসন। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

3/6

৫০ হাজার

এ রাজ্যের পর্যটকেরা ছাড়াও ভিন রাজ্যের বহু পর্যটকও আজ দিঘায় এসেছেন। দিঘা শংকরপুর তাজপুর মিলিয়ে সকাল পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার পর্যটকের ভিড় হয়েছে আজ। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

4/6

ঘোড়া-বাইকে না

কিন্তু আজ দিঘায় বেশ কিছু নিয়ম জারি হয়েছে পর্যটকদের সুবিধার্থে। যেমন, আজ বিচের উপর ঘোড়ার বিচরণ বন্ধ করা হয়েছে। বাইক বা অন্যান্য যানবাহনও নামতে দেওয়া হচ্ছে না। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

5/6

স্নানে টান

আজ মেঘলা আকাশ থাকায় কোমরজলের বেশি সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

6/6

সৈকতে-সৈকতে নজরদারি

দিঘা পর্যটন কেন্দ্র ছাড়াও মন্দারমণি তাজপুর শংকরপুরেও একইভাবে নজরদারি রাখা হয়েছে পর্যটকদের সুরক্ষার জন্য। (তথ্য ও ছবি: কিরণ মান্না)