Donald Trump | Indian Immigrants: ট্রাম্পের তাড়ানো শুরু! মিলিটারি প্লেনে ভরে ভারতীয়দের ফেরাচ্ছে আমেরিকা...

US Deportation to India: বৈধ ডকুমেন্ট ছাড়াই আমেরিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Feb 04, 2025, 10:38 AM IST
1/6

ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা

Trump Starts deporting Indian migrants

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকায় অবৈধভাবে থাকা ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প। প্রেসিডেন্ট হিসাবে ফিরে এসেই অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের। 

2/6

ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা

Trump Starts deporting Indian migrants

বিমানবন্দরে দাঁড়ায় মার্কিন সেনাবাহিনীর বিরাট আকারের বিমান সি-১৭। তাতে একে একে চড়ছে হাজার হাজার মানুষ। ইতিমধ্য়েই সেই বিমান রওনা হয়েছে ভারতের উদ্দেশ্যে। 

3/6

ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা

Trump Starts deporting Indian migrants

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা ভারতে এসে পৌঁছবে। পিউ রিসার্চ সেন্টারের তরফে যে পরিসংখ্যান মিলেছে, তাতে বলা হয়েছে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর বাস মার্কিন মুলুকে।

4/6

ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা

Trump Starts deporting Indian migrants

সেদেশে অবৈধ পাঁচ হাজার অভিবাসীদের নিজ দেশে ফেরাতেই এই সেনা-বিমানের ব্যবস্থা করেছেন ট্রাম্প। এই পাঁচ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগটাই ভারতীয়। অবৈধ অভিবাসীদের সংখ্যায় মেক্সিকো ও এল স্যালভ্যাডরের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত। 

5/6

ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা

Trump Starts deporting Indian migrants

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছিলেন, প্রতিটি দেশের মতো আমেরিকার ক্ষেত্রেও নিয়মের হেরফের হবে না। যদি কোনও ভারতীয় অবৈধভাবে ওদেশে থাকে, তাহলে তাদের বৈধভাবে দেশে ফেরানোর পক্ষেই আছে ভারত সরকার। 

6/6

ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে আমেরিকা

Trump Starts deporting Indian migrants

আমেরিকার নির্বাচনের আগে থেকেই অবৈধ অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই এ বিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চেয়েছে ট্রাম্পের প্রশাসন।