উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এবার প্রোমোটারির অনুমোদন দিল রাজ্য সরকার

| Oct 31, 2019, 23:12 PM IST
1/5

সুতপা সেন: উত্তরবঙ্গের চা বাগানগুলিতে কার্যত প্রোমোটারির ছাড়পত্র দিল রাজ্য সরকার। চাবাগান মালিকরা ১৫ শতাংশ জমির ৪০ শতাংশ ব্যবহার করবেন নির্মাণকাজে। 

2/5

উত্তরবঙ্গে রুগ্ন চাবাগানগুলির স্বাস্থ্যোদ্ধারে নির্মাণকাজের অনুমতি দিল রাজ্য সরকার। নবান্ন থেকে ঘোষণা করা হল, কর্মসংস্থান এবং চা উৎপাদনকে বজায় রেখে কর্মী ছাঁটাই না করে, জমি বাণিজ্যিককাজে ব্যবহার করতে পারবেন মালিকরা। 

3/5

মালিকরা চা বাগানের ১৫ শতাংশ জমির ৪০% নির্মাণের জন্য ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ পরিমাণ ১৫০ একর। 'টি ট্যুরিজম' প্রচারের লক্ষ্যে এই সিদ্ধান্ত।   

4/5

চা বাগানের সংস্কৃতি ও সম্প্রতি, পরিবেশ বজায় রেখে কাজ করতে হবে বাগান মালিকদের। এজন্য মুখ‍্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটির অনুমোদন পেলে এই ধরনের নির্মাণ কাজ করা যাবে।

5/5

সরকারের আশা, এর মাধ্যমে পর্যটনক্ষেত্রে উন্নতি হবে। যেমন বাগানগুলিকে বাঁচানো যাবে তেমন শ্রমিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। খালি জমিকে কীভাবে ব্যবহার করা যাবে সেই ভাবনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।