Durga Puja 2023: বুড়ো বটের কোটর দিয়ে বনদেবীর পথ, চত্বর জুড়ে তাল গাছ আর বাবুইয়ের বাসা...
Jhargram Durga Puja: এক কথায়, আসন্ন শারদীয়াকে কেন্দ্র করে নির্মল প্রকৃতির মধ্যে বুক ভরে তাজা অক্সিজেন নেওয়ার একটা পরিবেশ কৃত্রিম ভাবে গড়ে তুলেছে 'অরণ্য সংঘ'!
সৌরভ চৌধুরী: থিমের মাধ্যমে প্রকৃতির দিকে তাকানো। ৫০ ফুটের বাবুই পাখির বাসা। ২৪ ফুট চওড়া। এখানেই পরম শান্তিতে অধিষ্ঠান করছেন বনদেবী। মা দুর্গা। ঝাড়গ্রামের অরণ্য সংঘ এ বছর ২৫-এ পা রাখল! এই বিশেষ বছরে ঝাড়গ্রামের অরণ্য সংঘ পুজো কমিটি মানুষের কাছে প্রকৃতির হারিয়ে যাওয়া জিনিস তুলে ধরছেন।
1/7
ঝাড়গ্রামের অরণ্য
2/7
ফিরে আসুক বাবুই
photos
TRENDING NOW
3/7
কুলো
4/7
বাঁশের শিল্প
5/7
বুড়োবটের কোটর
7/7
নির্মল প্রকৃতির মধ্যে
photos