করোনার কোপ! বদলে যেতে পারে শিক্ষাবর্ষ, UGC-কে নির্দেশ মন্ত্রীর

Jun 24, 2020, 20:47 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বদলে যেতে পারে শিক্ষাবর্ষ। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর কথায় মিলল এমনই ইঙ্গিত।  

2/5

এদিন একটি টুইতে কোভিড অবস্থা খতিয়ে দেখে তারপর কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নতুন করে ভাবতে বলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।   

3/5

ইউজিসি-কে এই মর্মে নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা শিক্ষাবর্ষ নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করতে বলেছেন টুইটে।  

4/5

প্রসঙ্গত, এর আগে ইউজিসি সেপ্টেম্বর থেকে নতুন সেশন করার কথা বলেছিল। সেপ্টেম্বরে সেশন শুরু করার ক্ষেত্রে জুলাইের মধ্যে ফাইনাল সেমেস্টার নেওয়ার কথা বলেছিল।  

5/5

কিন্তু দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে জুলাইতে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।