1/9
Social_Media_1
সোশ্যাল মিডিয়ার একশো বছর বয়স হলে তাদের দেখতে কেমন লাগবে? কখনও ভেবেছেন? তাদেরও তো চুল পাকবে। চামড়া আর ততটা টানটান থাকবে না। মুখে হাজারো বলিরেখা দেখা দেবে। দাঁতগুলো খসে গিয়ে মাড়িই সম্বল হবে সোশ্যাল মিডিয়ারও। ঠিকই ধরেছেন। কতকটা তাই। ফেসবুক: বয়স মাত্র তেরো। সাবলকই হয়নি এখনও। একশো বছর পর হয়ত জুকারবার্গ থাকবেন না। যদি ফেসবুক সেদিনও জীবিত থাকে, তা হলে দেখতে ঠিক এমনটাই হবে হয়তো।
photos
TRENDING NOW
3/9
Social_Media_3
5/9
Social_Media_5
7/9
Social_Media_7
9/9
Social_Media_9
সোশ্যাল মিডিয়ার আরও একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটার। বয়স এখন ১১। সামান্য ২৮০টা শব্দের কথা বলে দুনিয়া হেলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে। দেশে দেশে যুদ্ধ বাধিয়ে দিতে পারে। মানুষের মধ্যে মন কষাকষিতেও সিদ্ধহস্ত সে। তবে, একশো বছর পর কি টুইটারের আর সেই ক্ষমতা থাকবে! এ সব ছবি তৈরি হয়েছে শিল্পীর ভাবনা থাকে। আন্দ্রে লাকাতুসু নামে রোমের এই শিল্পী এই লোগোগুলি তৈরি করেন। তাঁর এই অভিনব ভাবনা সোশ্যাল মিডিয়া সাদরে গ্রহণও করেছে। সেই সঙ্গে এই মাধ্যমগুলি যে ভবিষ্যতেও সমসাময়িক থাকবে, সে বিষয়ে আশাবাদী নেটিজেনরা।
photos