1/5
শুক্রবার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ যাত্রীর। ওই দুর্ঘটনার পেছনে পাইলটের কোনও ত্রুটি রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে আজ শনিবার কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী। মন্ত্রী বলেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন দীপক সাঠে। অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন ক্যাপ্টেন সাঠে। এর আগে অন্তত ২৭ বার কোঝিকোড় বিমানবন্দরের রানওয়েতে নেমেছিলেন।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
দুর্ঘটনায় আহতদের কোঝিকোড় ও মাল্লাপুরমের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবাক কোঝিকোড়ে আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। আহত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন হরদীপ পুরী। প্রসঙ্গত, আজ বিমানের ব্ল্য়াক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করে দিল্লিতে পাঠানো হয়েছে। ওই দুই যন্ত্র বিশ্লেষণ করলে বোঝা যাবে দুর্ঘটনার আগে বিমানের পরিস্থিতি কী ছিল।
photos